24 October, 2025

একটা সাধারণ আলোচনা

 

একটা সাধারণ আলোচনা
হিন্দু ধর্মের মানুষ পুজো করে। কি ভাবে? তারা এক মাটির মূর্তিকে নিজেদের কল্পনায় চরিত্র বানায়। তারপর সেই মূর্তির উদ্দেশ্যে নিজেদের না পাওয়া যা কিছু সেটা চায়।
উদাহরণ স্বরূপ “রূপং দেহি, জয়ং দেহি” ইত্যাদি এবং ইত্যাদি।
এই মাটির মূর্তি কে (যাকে মৃন্ময়ী বলা হয়) তাকে চিন্ময়ী (অর্থাৎ কিনা মানুষ বানাতে) বিভিন্ন মন্ত্রের মাধ্যমে তাতে প্রাণ প্রতিষ্ঠা করা হয়।
তার মানে সেই মূর্তি জীবিত।
এরপর কি হয়?
পুজোর শেষে সেই মূর্তির বিসর্জন হয়
কোথায় হয় ?
জলে।
যে মূর্তির প্রাণ প্রতিষ্ঠা হল
সেই প্রাণ কে জ্যান্ত ডুবিয়ে মারা হল জলে।
হয় এটা বাস্তব।
অথবা
যে যে মূর্তির প্রাণ প্রতিষ্ঠা হল
তাকেই কোন এক মন্ত্র ঊচ্চারন করে
আবার মেরে ফেলা হল।
দুটো ক্ষেত্রেই
নিজেদের চাওয়া শেষে
তারপর তাকে জলে ডুবিয়ে দিয়ে
জীবন্ত অথবা মৃত
আগামী বছর আবার তোমার কাছে দাবী জানাব
এই আশা রাখলাম
এটাই
দুর্গা / কালী / জগদ্ধাত্রী র কাছে চাওয়া
তার সন্তান দের
(যারা এঁদের পুজা করেন)
তাই না।
বাস্তব প্রশ্ন করলাম।
পড়াশোনা করে উত্তর দেবেন আশা করি।
(খিস্তি মারবে ভঁক্টোঁ রা
যারা হনুভার্সিটির জ্ঞানী)
শ্রীতোষ ২৪/১০/২০২৫

20 October, 2025

নীরব

 শব্দ বাজি তে এত আনন্দ 

একজন কেউ এমন এক শব্দ বাজি ফাটান

যাতে পৃথিবীর সব শব্দ 

নীরব হোক

চিরকালের মত |

এমন একটা শব্দ বাজি

যাতে নিজের কানও 

আর কোন শব্দ শুনতে না পায় !

ফাটানোর সাহস নেই

দুঃসাহসী so called ধার্মিক জীবদের

শ্রীতোষ ২০/১০/২০২৫

14 October, 2025

আমরা

 আমরা নির্মম

আমরা অদ্ভুত

আ আমরা পরিবর্তনের দূত।

ধর্ষণ হলে আমরা প্রেক্ষিত খুঁজি

আমরা কিম্ভুত।


আমরা মম্বাতি নিয়ে ঘুরে বেড়াই

বিশেষ বিশেষ কাজে

মানুষ গুলো প্রশ্ন করলে

মোদের বুকে বাজে - 

বাজে কি?

সেই প্রশ্ন টা হারিয়ে যায়

চেয়ার অথবা পদবীর তলায়।


মন থেকে এটাও স্বীকার করতে লজ্জা পাই


আমরা চেয়ার মুছি 

আমরা কার্নিভালে থাকি

আমরা নিশ্চিত

আ - আমরা 

সমাজের বিদ্দ বট।


আমরা ঘুমিয়ে থাকি 

চাবি ঘোরালে নাচি

আমরাই বিশ্ব বংগ দূত


আ - আ - আমরাই

সত্য - শ্রী - সম্পূর্ণ 

সুন্দর 

সততার প্রতীক সম্ভূত

সততার প্রতীকের অগ্রদূত


এখন আমাদের বড় ঘুম পেয়েছে।

আমাদের ঘুমাতে দাও

অনুগ্রহের শিল নোড়ার তলায় ঘুমিয়ে 

শুষিল জীবন

শান্তি  

বড় শান্তি

শ্রীতোষ 

১৪/১০/২০২৫