আমরা নির্মম
আমরা অদ্ভুত
আ আমরা পরিবর্তনের দূত।
ধর্ষণ হলে আমরা প্রেক্ষিত খুঁজি
আমরা কিম্ভুত।
আমরা মম্বাতি নিয়ে ঘুরে বেড়াই
বিশেষ বিশেষ কাজে
মানুষ গুলো প্রশ্ন করলে
মোদের বুকে বাজে -
বাজে কি?
সেই প্রশ্ন টা হারিয়ে যায়
চেয়ার অথবা পদবীর তলায়।
মন থেকে এটাও স্বীকার করতে লজ্জা পাই
আমরা চেয়ার মুছি
আমরা কার্নিভালে থাকি
আমরা নিশ্চিত
আ - আমরা
সমাজের বিদ্দ বট।
আমরা ঘুমিয়ে থাকি
চাবি ঘোরালে নাচি
আমরাই বিশ্ব বংগ দূত
আ - আ - আমরাই
সত্য - শ্রী - সম্পূর্ণ
সুন্দর
সততার প্রতীক সম্ভূত
সততার প্রতীকের অগ্রদূত
এখন আমাদের বড় ঘুম পেয়েছে।
আমাদের ঘুমাতে দাও
অনুগ্রহের শিল নোড়ার তলায় ঘুমিয়ে
শুষিল জীবন
শান্তি
বড় শান্তি
শ্রীতোষ
১৪/১০/২০২৫