27 January, 2022

দেশদ্রোহ।

আজ এই সময়ে মানুষ কথা বলে না কারণ মানুষ যখন কথা বলতে চায় তখন যারা মান আর হুঁশ থাকা মানুষ নয় গুলো মানুষ কে বিদ্রূপ করে আর ফেসবুক যারা চালায় তারা ওই কথা বলতে চাওয়া মানুষ গুলো কে ফেস বুক থেকে ব্লক করে দেয়। কারণ কথা বলতে চাওয়া মানুষ গুলোই ফেসবুক স্ট্যান্ডার্ড ভঙ্গ করে। ফেসবুক ছিল না রবি কবির সময়ে যদি থাকত তাহলে যক্ষ রাজ ফেসবুক সম্রাট হত আর রঞ্জন এবং নন্দিনী ব্লক হয়ে যেত। ফেস বুক ছিল না মধু কবির সময়ে যদি থাকত তাহলে মধু কবি নাক খত দিতেন দ্বেষ প্রেমিক দের পাল্লায় মেঘনাদ কাব্য না লিখে কি কি যে লিখতে বাধ্য হতেন অথবা ব্লক হয়ে যেতেন। যাক সে কথা। ভারতের সংবিধান যখন লেখা হয়েছিল তখন যদি এই আদ্যোপান্ত দ্বেষ প্রেমিক গুলো থাকত তাহলে এটা নিশ্চয় এক অনন্য অসাধারণ সংবিধান লেখা হত যে সংবিধানে মৌলিক অধিকার মানেই হত সরকার যা বলে তাকে মেনে চলা। সরকার শব্দের অর্থ সরকার চালানো রাজনৈতিক দল। সেই রাজনৈতিক দল যা চিন্তা করে তার বিরুদ্ধে যাওয়া মানে দেশদ্রোহ।

No comments:

Post a Comment