16 May, 2016

ঢাক বাজছে

ঢাক বাজছে !
ডায়মন্ড হারবার থেকে মাল বাজার হয়ে কালনা,
গোটা রাজ্য জুড়ে মানবিকতার বিসর্জনের
ঢাক বাজছে!

এক কেজি মানুষের মাংসের দাম কত ?
কোন দাম নেই তার।
তাই একটি মোষের বদলে মানুষ দিতে বলি
হাত কাঁপে না আমার !
সেই জন্যই তো নারীর ইজ্জতের দাম,
একটি পাঁঠার দামের চেয়েও কম
এই রাজ্যে।
কিছু মানুষ যাক না ডুবে গঙ্গায়
পকেট হয় তো ভারী কোন দামাল এর,
তাই এ রাজ্যে -
মানুষের পিঠে চড়াম চড়াম করে
ঢাক বাজছে !

মানুষ গুলো দেখো ক্যামন চুপ করে আছে,
ওরা চিন্তা ভাবনা মেয়েদের পোশাক আর
আচরণে আচ্ছন্ন,
দেশপ্রেমিক হতে হলে ওদের কারো কথা মত
চলতে হবে - তাদের কথা বলতে হবে
তাদের মতই ভাবতে হবে – স্বাধীন চিন্তার
নেই কো অধিকার !
তাই এ রাজ্য জুড়ে মানবিকতার বিসর্জনের
ঢাক বাজছে।

উল্লসিত মানুষ এক অদ্ভুত ঘোরে,
আমায় ভালো থাকতে হবে
তার বাইরে চিন্তা নেই কিছুর।
যে অন্যরকম ভাববে
সেই তো দেশদ্রোহী – দালাল !
তবে আমি এই দালালদের সাথে আছি
কারণ আমার কাছে পাঁঠা বা মোষের চেয়ে
মানুষের – নারীর ইজ্জতের দাম বেশী।

বন্ধু প্রশ্ন করি তোমায়
কি হতে চাও – কি ভাবে দেখতে চাও নিজেকে ?
পাঁঠা আর মোষের মাংসের ভালবাসায় আচ্ছন্ন
নিজের যুক্তি – বুদ্ধি বিসর্জন দেওয়া এক অন্ধ দেশপ্রেমিক ?
অথবা যুক্তির তরবারিতে অজ্ঞানের অন্ধকার ছিন্ন করা
এক দালাল।
সামনে পথ খোলা –
বেছে নাও কোন পথে তুমি হাঁটবে। শ্রীতোষ ১৬/০৫/২০১৬

No comments:

Post a Comment