06 April, 2015



মানুষ – তার বিশ্বাস – চেতনা
মানুষ – তার প্রেরণা
বয়ে যায় দূরে – দূরান্তরে।
অসম্ভব কে সম্ভব করতে চাওয়া দৃষ্টি
স্বপ্ন দেখে ভবিষ্যতের।
কল্পনা আর ভবিষ্যতের
তফাৎ থাকে না কোন।

যে মানুষ স্বপ্ন দেখে
পাগল বলে তাকে অন্য মানুষ
কিন্ত সেই মানুষের দেখা স্বপ্ন
তার চেতনা – তার বিশ্বাস
বদলে দেয় জীবন –
যেমন বদলে দিয়েছে আগে
তেমনি বদলাবে ভবিষ্যতেও।

ওই পাগল গুলো ছিল বলেই তো
মানুষ এখনও কবিতা লেখে –
গান গায় –
সমাজ বদলের স্বপ্ন দেখে


যারা স্বপ্ন দেখতে পারে না –
ভয় পায় দিন বদলের স্বপ্নকে
রক্ত রাঙা সূর্য কে
তারা ওই স্বপ্ন দেখা মানুষের
শরীরটাকে মিটিয়ে ভাবে –
ব্যস্‌ - মৃত্যু ঘটে গেল স্বপ্নের
কিন্ত লাল রক্ত মাখা –
সেই পোড়া শরীর
আবার ওঠে জেগে
আবার স্বপ্ন দেখে।

আর – তাই
ঘাতককে ইতিহাসের আস্তাকুঁড়ে
নিক্ষেপ করে
মানুষের স্বপ্ন – সুন্দর ভবিষ্যতের স্বপ্ন
সত্য হয় ।।

No comments:

Post a Comment