30 June, 2025

প্রশ্ন

 এই মাত্র ১১১ নাম্বার ওয়ার্ড থেকে ওনার ভাইরা

দীঘার নাথ দেবের প্রসাদ দিতে এল 

রথ যাত্রা কবে ছিল যেন ?

কলেজে হাসপাতালে ধর্ষকরা

এখন

বাঙালী ঠুঁটো জগন্নাথ এর ঘবে ঘরে

সুভদ্রার ধর্ষণের পরে

প্রসাদ বিলি করছে

রেশনে নেয় নি বোধ হয়

মানুষ

চিন্তা

 চিন্তা করি 

এই জীব ... গুলো

আসলে

মানুষ

না অন্য কিছু

Answer পাই 

 ওরা আসলে

ওনার বোন আর ভাই

মানুষ

 এই মাত্র ১১১ নাম্বার ওয়ার্ড থেকে ওনার ভাইরা

দীঘার নাথ দেবের প্রসাদ দিতে এল 

রথ যাত্রা কবে ছিল যেন ?

কলেজে হাসপাতালে ধর্ষকরা

এখন

বাঙালী ঠুঁটো জগন্নাথ এর ঘবে ঘরে

সুভদ্রার ধর্ষণের পরে

প্রসাদ বিলি করছে

রেশনে নেয় নি বোধ হয়

মানুষ

মনে পড়ে?

 

ঘটনার প্রেক্ষিত দেখতে হবে!
যা হয়েছে তা হল খদ্দেরের সাথে দরাদরি।
মন্তব্য গুলো মনে পড়ে?
না পড়লে মনে পড়িয়ে দিই। সুজেট জর্ডনের ঘটনায় মহিলাদের সম্মান করা দলটির কিছু দো পেয়ে (যারা নিজেদের ওনার ভাই / বোন বলে) এই শব্দ গুলো উচ্চারণ করেছিল। তখনও এক অংশের মানুষ মোহ গ্রস্ত। ৩৪ বছরের কালো পশ্চিমবঙ্গের থেকে জন্ম নিয়েছে ভালো বিশ্ব বংগ।
অপরাধের লিগ্যালাইজেশন করার প্রচেষ্টা শুরু হল তখন। মূল অভিযুক্ত যার সঙ্গে মুম্বাইতে রাত কাটিয়েছিলেন (ওই ঘটনার পর) বলে অভিযোগ সেই নায়িকাকে এম পি করে (এখন আবার তাকে কেউ পোঁছেও না) এগিয়ে যাওয়া হল আর এক ধাপ।
তার পরের ধাপ হল মানবিক মুখ দেখানো। কি ভাবে? টাকা ছুঁড়ে মারা। প্রশাসনের ব্যর্থতা ঢাকতে, বিশেষ কিছু লোক কে বাঁচাতে ক্ষতিপূরণ নামক কিছু ছুঁড়ে মারা। চুল্লু খেয়ে মরলে এত টাকা, ধর্ষণ হলে এত টাকা, ধর্ষণ করে খুন করলে এত টাকা - রেট বেঁধে দেওয়া হল। অপরাধীর শাস্তি হবে কি না হবে সেটা বড় কথা নয় - বড় কথা হল টাকা ছুঁড়ে মারা। মানুষকে গেলানো হল দেখ কত মানবিক উনি। এর আগে কোন মুখ্যমন্ত্রী (মনে রাখবেন পশ্চিমবঙ্গের থেকে বিশ্ব বংগের সবচেয়ে বড় ফারাক হলঃ বিশ্ব বংগে সব কিছু একজনের অনুপ্রেরণায় হয়। সরকার কোন কিছু করে না, করে একজন। তা সেটা ল্যাম্প পোস্ট হোক বা পাবলিক টয়লেটের উদ্বোধন) এমনটা করেছে? অপরাধের লিগ্যালাইজেশনের ২য় এবং মস্ত বড় ধাপ।
এর সাথে যে নতুন সুশীল সমাজ গজিয়ে উঠেছিল তারা তখন কাড়া - নাকাড়া নিয়ে লাফিয়ে - ঝাঁপয়ে বেড়াচ্ছে (কারণ সবাই জানে) (তাদের কেউ কেউ মন্ত্রী, কেউ বা কমিটি / কমিশন সদস্য), তিনি যত বলেন এরা বলে তার সহস্র গুণ। গুন্ডা কন্ট্রোল কারিণী সততার প্রতীকের দাপটে তখন "ভয়ে প্রাণ কাঁপে / পিলে চমকে ওঠে"।
এবার ধীরে ধীরে কামদুনি হল, বারাসাত হল এবং মানুষের অভ্যাস হয়ে গেল। ধীরে ধীরে সিভিক গজাল। এরপর যা হল, তা লিখতে গেলে বই হয়ে যাবে। চাকরী চুরিতে দুর্নীতি হয়েছে, চুরি করে চাকরী নিয়েছিল, আদালতের আদেশে চাকরী গেছে - পরোয়া নেই। যাদের টাকা দিয়ে চাকরী পেয়েছ তারা তো আর ঘুষের টাকা ফেরত দেবে, মানবিক উনি পাবলিক মানি থেকে ক্ষতিপূরণ দিচ্ছেন (আবার সেই অপরাধের লিগ্যালাইজেশন)।
ফলে অভয়া নয় সুজেট যদি বিচার পেত তবে আজকের ঠুঁটো জগন্নাথ বাঙালীর বোন সুভদ্রা ওনার ভাইয়ের হাতে আইন কলেজে ধর্ষিতা হত না।
আইন কলেজে ওনার ভাইয়ের হাতে আইনের ছাত্রীর ধর্ষিতা হওয়া - বিশ্ব বংগের অপরাধের মাত্রার চরম নিদর্শন।

29 June, 2025

মানবিক চোর

 

কবিগুরু এখন হয়ত লিখতেন
"মানুষের মত চেহারা যদিও
শয়তান অতি ঘোর
মানুষের দাম করে Thik ঠাক
ওরা মানবিক চোর"
ভাবল শ্রীতোষ ২৯/০৬/২০২৫

27 June, 2025

যার গেছে তার যাক।

 

যার গেছে তার যাক।
আবার ২০,০০,০০০/- নিয়ে হাজির হবে কোন --- !এই ঘটনার প্রেক্ষিত খুঁজুন সুশীল সুজন রা। খুঁজে খুঁজে বার করুন ধর্ষিতার চরিত্রের দোষ। দেখুন ধর্ষিতা খদ্দেরদের সাথে দরাদরি করছিল কিনা।
একটা প্রশ্ন তো তুলতেই পারেন সাড়ে সাতটার সময় ধর্ষিতা কলেজে কি করছিল?
করবেন না?
ইস তাহলে আপনারা দুয়ারে জগন্নাথের প্রসাদ খান নি অথবা সুশীল সুবোধ বিলিয়ন ট্রিলিয়ন বুদ্ধি ধারী ভুদ্ধিGB নন।
কি বললেন? ঠিক শুনতে পেলাম না। আপনারা প্রতিবাদ করবেন কিন্তু সেই প্রতিবাদে রাজনীতি থাকবে না। অবশ্যই, কিছু অরাজনৈতিক মানুষ এবং তাদের অনুপ্রেরণাদায়িনী, গুন্ডা কন্ট্রোল কারিণী নেত্রী একটা সরকার চালাচ্ছে, সেই সসরকারের আমলে, সেই সরকারের বিরুদ্ধে কোন প্রতিবাদ রাজনৈতিক প্রতিবাদ হতে পারে কি?
কোন কিছুতে রাজনীতি নয়, একমাত্র স্কুলে অরাজনৈতিক সরকারের দেওয়া দানে (যে দানের পয়সা আসে সাধারণ মানুষের করের টাকা থেকে অথবা বাজার থেকে ধার নিয়ে) এক জন অরাজনৈতিক (!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!) নেত্রীর লেখা ১৯ টা বই ছাত্র ছাত্রী পড়বে!!!!!!!!!!!!!! সেটাও রাজনীতি নয় কিন্তু।
অতএব বিষ থুড়ি বিশ্ব বঙ্গে গণ তন্ত্রের জয়োল্লাসে তামান্নাদের শরীর ছিন্ন ভিন্ন হোক, মেডিক্যাল কলেজে অথবা ল কলেজে (এরপর দেখব সাধারণ কলেজেও) অভয়াদের ছিঁড়ে খুঁড়ে খাক দামালের দল, "পুলিস্ কে বোম মারুন" খ্যাত তিহার জেল ফেরত টা (অরাজনৈতিক নেত্রীর অসাধারণ আইন জ্ঞানে অভিযুক্ত নয় কিন্তু) পুলিশের মা - বউকে বিছানায় তুলতে চেয়ে আরামে থাকুক
জেন গণ দিঘার নাথের প্রসাদ খেয়ে আরামে ঘুমাক।
যার গেছে তার যাক / আছে তো কুড়ি লাখ / ২০,০০,০০০/-!!!!

26 June, 2025

নব্য রথযাত্রা -

 কাল ব্যারিকেডে রথের রশি থাকবে

গণতন্ত্রের জয়োল্লাসের রশি

প্রতিটি টানে শুনব তামান্নার

শেষ মুহূর্তের আর্তনাদ

আর

২০,০০, ooo টাকার ঝনঝনানি |


রেশন দোকান থেকে পাওয়া

সরকারী  জগন্নাথের প্রসাদ খেতে খেতে

সুশীল - সুজন সব

মোম্বাত্তি হাতে

পায়ে মাথায়

সারা শরীরে গুঁজে

চটি শয্যায়

স্বপ্ন দেখতে দেখতে বলবে

রিজের সময় ছিল

আমাদের বিপ্লব

এখন আমরা করি

অনুপ্রেরণায় ঘেউ ঘেউ ।


দীঘার আসল জগন্নাথ

কাল গণতান্ত্রিক উল্লাসে পথ হাঁটবে

পথ হাঁটবে তার হাত ধরে

যে সরকারি স্কুলে নিজের বই 

বিক্রি করে |

শ্রীতোষ

23 June, 2025

ক্ষতি পূরণ

 বিশ্ব বঙ্গে চুল্লু খেয়ে মরলে

ক্ষতিপূরণ আছে

ধর্ষিতা হলে ক্ষতিপূরণ আছে

জোচ্চরে পয়সা খেয়ে নিলে

(একটু বেশী বেশী সিগারেট খাওয়ার পর )

ক্ষতিপূরণ আছে |

সাধারণ মানুষের করের পয়সা দিয়ে

আমি ক্ষতিপূরণ দিচ্ছি বলে

ক্ষতিপূরণ আছে |


দিয়ে দিন ক্ষতিপূরণ

ভোটে জেতার আনন্দে

ওই বাচ্চাটার ছিন্ন বিচ্ছিন্ন শরীরের

প্রতিটি অংশের ক্ষতি পূরণ !

চেক টায় প্রতিটি অংকের পাশে যেন লেখা

হয়

সন্তান কোথায় - ঘেউ ঘেউ

লিখতে ভুলবেন না কিন্তু

এই লেখাটা - ওই চেকটা

আপনাকে নোবেল এনে দেবে |

শ্রীতোষ

what is in my mind

 what's in my mind 

যখন ফেসবুক খুলি জিজ্ঞাসা করে META

What's in your mind 

যদি সঠিক উত্তর দিই

If any one give the correct answer 

সে ব্লক হয়ে যায়

he / she BLOCKED

THAT's THE COMMUNITY RULE

সেটাই হল মুখবই এর সম্প্রদায় মানার নিয়ম !

এই পোস্ট ও ব্লক হবে

কারণ এই পোস্ট

প্রশ্ন তুলছে 

সঠিক উত্তর দিলে কেন ?

ঘেউ ঘেউ

 

একটা ছিন্ন বিচ্ছিন্ন দেহ
গণতান্ত্রিক আনন্দ উদযাপনের পরিচয়
কি দোষ ছিল বাচ্চাটার?
জানি উত্তর পাব না
বড় বড় বুদ্ধি জীবীরা 
পুঁথি পত্র খুলে JUSTIFY করার জন্য
GB GB বুদ্ধি খরচ করে চলবেন।
অনুপ্রাণিত সরকার মানুষের দেওয়া 
করের পয়সা খরচা করে
কয়েক পয়সা ক্ষতি পূরণ ছুঁড়ে দেবে।

ফেসবুক পন্ডিত রা কেউ কেউ
বাচ্চাটার জাত ও দেখবে
একটা _ _ মরেছে
বেঁচে থাকলে সন্ত্রাসী হত
ভাবার মত লোকের অভাব নেই
আজ এই সোশ্যাল মিডিয়াতে |

শ্রীতোষ জিজ্ঞাসা করছে
মায়ের কোলে বাচ্চা টাকে ফিরিয়ে দিতে পারবে
সব মৃত্যু কে টাকা দিয়ে কেনা এই সরকার?

ধ্যত্‌ তেরিকা 
জানা প্রশ্নের উত্তর জিজ্ঞাসা করে নাকি কেউ
যদি করে - তাহলে উত্তর
সন্তান কোথায় - ঘেউ ঘেউ।
মাইরি বলছি - বেঁচে গেছি
এই সততার প্রতীক - উন্নয়ন আর
আর অচ্ছে দিনের সময়ে
আমার কোন সন্তান নেই |
আছে শুধু তীব্র ঘৃণা
শ্রীতোষ বলছে
মা তোর জীবন ফিরিয়ে দিতে পারব না
তোর হত্যাকারীদের প্রতি 
যারা নিশ্চুপ থাকবে
যারা অন্য ঘটনা দিয়ে
তোর মৃত্যুকে JUSTIFY করবে 
যারা ক্ষতি পূরণ দেবে
তাদের প্রতি রইল
এক না হওয়া বাবার
তীব্র ঘৃণা |
২৩/০৬/২০২৫

19 June, 2025

খিদে

যুদ্ধ চলছে গোটা পৃথিবীতে
খবরের কাগজ
সোশ্যাল মিডিয়া খুললেই
দেখা যায়
যুদ্ধ চলছে
এবং 
মানুষ মরছে ।

আজকের সময়ে এটা খুব স্বাভাবিক খবর।

একটা যুদ্ধের খবর হারিয়ে গেছে
মানুষের মুখে খাবার তুলে দেওয়ার যুদ্ধ
সেই যুদ্ধ লড়ছে কিছু মানুষ
তাদের খবর আসে না
অস্বাভাবিক খবর তো
বলল
শ্রীতোষ
লেখাটা শেষ হয়ে গেল কারণ
ক্ষিদে পেয়েছিল ।
তবু আরও বলি
ক্ষিদের যুদ্ধের খবর কে কবরে পাঠানোর জন্য
আর ও টাটকা তাজা খবর আছে তো
ধর্মের জন্য যুদ্ধ
যেমন রাস্তায় তুলসী গাছ পোঁতা
কিংবা আগামী ভোটে মতুয়া রা কি করবে ?
মুচমুচে - অনুপ্রাণিত - অচ্ছে - সততার খবর !
শ্রীতোষ ১৯ /০৬/২০২৫

02 March, 2025

সময়ের দাবী

 রাষ্ট্রীয় বিশেষ জ্ঞাপন (বিজ্ঞাপন) এবং ২০১৪ র পর থেকে সোশ্যাল মিডিয়ায় গজিয়ে ওঠা সনাতন্বী হিন্দু ধর্ম মতে মহা কুম্ভে ডুবকি মারলে (ওয়াটার প্রুফ ড্রেস পরে মারলেও) মহা মোক্ষ লাভ হয় মানে পাপ “বাপ বাপ” বলে পালায়।
এবার কথা হল, ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো (বুড়ো নয়) হিসাব অনুসারে ৩১ শে ডিসেম্বর ২০২২ এ ভারতে মোট ৫,৭৩,২২০ জন জেল বন্দী আছে। এর মধ্যে ২৪ দশমিক ২ % মানে ১,৩৮, ৭১৯ জন হল সাজা প্রাপ্ত অপরাধী মানে কনভিক্টেড। বাকি ৪,৩৪,৫০১ জন (৭৫ দশমিক৮%) হল যাদের বিচার চলছে (আন্ডার ট্রায়াল)। এই আণ্ডার ট্রায়াল দের ৬৭% অর্থাৎ ২,৯১,১১৬ জন এবং কনভিক্টদের ৭৫ দশমিক ৭% মানে ১,০৫,০১১ হল হিন্দু। এই তথ্য থেকে দেখা যাচ্ছে মোট জেল বন্দীদের মধ্যে সর্বমোট ৩,৯৬,১২৭ জন হিন্দু। তবে এদের মধ্যে কতজন সনাতন আর কতজন অ সনাতন এই হিসাব ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো দিতে না পারলেও এটা জানিয়েছে যে বর্তমানে ভারতে জেল পিছু ১৩১ দশমিক ৪% বন্দী আছে।
তাহলে রাষ্ট্র যদি একটু দায়িত্ব নিত তাহলে এই ৩,৯৬,১২৭ জন কে কুম্ভে ডুবকি মারিয়ে পাপ মুক্ত করে দিলে সরকারের কত পয়সা সাশ্রয় হত বলুন তো ? জেলেও ভিড় কমে যেত। এবার যদি ধরেই নিই এই ৩,৯৬,১২৭ জনের মধ্যে ৫০% ই মাকু – সেকু (মানে সনাতন্বী নয়) তাহলে ও ১,৪৮,০০০+ মানুষের পাপ মুক্তি ঘটত। আগামী ১৪৪ বছর পরে এরা কি বেঁচে থাকবে?

এর মধ্যে কিন্তু জামিন পেয়েছে যারা (মানে ভবিষ্যতে জেলে যেতে হতেও পারে) যেমন সারদা, নারদা, চাকরি, গরু, কয়লা ইত্যাদি কেসে জামিন পাওয়ারা নেই।

তাহলে ভাবুন তো রাষ্ট্রের কত অর্থ অপচয় হচ্ছে। এদের ভি আই পি বিমানে করে তুলে নিয়ে বিমান শুদ্ধ একটা ডুবকি মারালেই কত সাশ্রয় হত। আরে বাবা, টাকা তো আমাদের ট্যাক্স পেয়ারদের। একবারের কষ্ট - আগামীর সাশ্রয়।

সব চেয়ে বড় কথা, এই স্বনাতনী হিন্দুদের পাপ মুক্তির কথা কেউ ভাবল না।

আচ্ছা ক বছর পরে আবার ২৫ / ৫০ / ৭৫ / ১০০ (সব %) কুম্ভ? এখন থেকেই দাবী রাখলাম, ওই আগামী কুম্ভের পরে ভারতের জেলে যেন এক পিস ও সনাতন্বী হিন্দু না থাকে।

24 February, 2025

খাঁটি আঁটি (আই আই টি / আই টি আই) বাবা

আমি শুধু ভাবছি খাঁটি দের খাঁটিত্ব প্রমাণ করতে কতখানি আইঁটি হতে হয়।
কুম্ভ খাঁটি বাবাকে এঁরা না পারছে ফেলতে না পারছে গিলতে। বাধ্য হয়ে বলছে খাঁটি আঁটি বাবা গোটা প্রতিযোগিতার জন্য বলেছে।
এবার যদি প্রশ্ন করেনঃ
মাননীয় খাঁটি আঁটিরা / আঁটি খাঁটিরা এই প্রতিযোগিতায় তো ভারত বলে একটা দেশও অংশ নিয়েছে।
তাহলে কুম্ভ বাই প্রোডাক্ট খাঁটি আঁটি বাবা যদি বলে থাকে
পাকিস্থান ভারতের বিরুদ্ধে জিতবে না কিন্তু
প্রতিযোগিতায় জিতবে
(বর্তমানে খাঁটি দের নতুন ব্যাখায়)
তার মানে ভারত প্রতিযোগিতায় হারবে।
এই কথা আঁটি বাবা ছাড়া অন্য কেউ বললে
খাঁটি দের ভাষায় সে মাকু / সেকু তো হতই
তাছাড়াও হত দেশদ্রোহী।
খাপ দেশ প্রেমিক পঞ্চায়েত বসে যেত
তার মা - বোন - মেয়েকে ধর্ষণ করার দাবী ছড়াত ।
তাহলে খাঁটি আই টি আই অথবা আই আই টি বাবাকে
ভঁক্তঁরাঁ পাকিস্থানে যেতে বলল না কেন?
(এয়ারাই কিন্তু গুলজারের বিরুদ্ধে কমেন্ট লেখে)
ওদের কাছে পাসপোর্ট কি কম পড়িয়াছে?
চলুন দ্বেষপ্রেমিকরা একজন কেন্দ্রীয় সরকারী কর্মচারী কে দেশদ্রোহী বলে রিপোর্ট করুন আর খিস্তি মারুন
কারণ
দুর্ভাগ্যবশত সেই মানুষটা আপনাদের আসল খাঁটি রূপ তুলে ধরল এই পোস্টে।
পোস্ট টা ফেসবুকের আগে নিজের ব্লগে থাকল।
শ্রীতোষ ২৪/০২/২০২৫

 

21 February, 2025

আর এক ২১ শে

 

আমি ভেবেছিলাম ৩ টেগান আজ গাওয়াহবেঃ
১) "নতুন স্বাধীনতা পাওয়া উর্দু কাওয়ালি / আমি কি ভুলিতে পারি"
(সৃজনে নব্য স্বাধীন বাঙাল দেশের সমন্বয়ক)
২) সনাতনী হিন্দু শেখায় নব্য বঙ্গ ভাষা
(সৃজনে গত ৩ / ৪ বছর ধরে গজিয়ে ওঠা সনাতনী হিন্দু ভাষা)
এবং সবার উপরে
"মা কোথায় - ঘেউ ঘেউ" করা
বিশ্ব বঙ্গ কাব্য ভাষা
এই সব শব্দ ব্যবহারের উদ্দেশ্য এক এবং একই
"আমার বাংলাটা ঠিক আসে না"
এই শব্দ গুলোকে ভালোবাসা
না আক্ষরিক অর্থে এই শব্দ গুলো বলা হয় নি
আক্ষরিক এবং বাস্তবিক ভাবে এই গান গাওয়া হয় নি
এই বছরে।
যদি বলি প্রতিটি বছর ধরে এই গান বাস্তবিক জীবনে গাওয়া হয়েছে
অস্বীকার করতে পারি ?
নিজেকেই নিজে প্রশ্ন করি
অস্বীকার করতে পারি?
ভারতীয় সংবিধানের ত্রি ভাষা সুত্র মেনে
একজন কেন্দ্রীয় সরকারী কর্মচারী
আমি নিজে
একটা ফাইলেও বাংলা ভাষায় নিজের নাম সই করেছি?
উত্তরঃ"না"
অতএব এই পোস্ট এক ফালতু পোস্ট
এক আক্ষরিক অর্থে
ফেসবুক বিপ্লবীর পোস্ট
২১ শে ফেব্রুয়ারি তে হ্যাজ নামানো পোস্ট
শ্রীতোষ ২১/০২/২০২৫
তবু কেন লিখচি কিংবা লিখছি

17 February, 2025

নতুন প্রশ্ন

 আমার একটাই প্রশ্ন: 

এই মহাকুম্ভে বর্তমান মহাভারতের মহান চৌকিদার এবং ফকির (জানিনা চৌকিদার এবং ফকির শব্দ দুটো বেদে আছে কিনা) কেন ডুব দিলেন ?

কুম্ভে তো পাপীরা পাপ স্খালন করে পুণ্য অর্জন করতে যায় ? 

একই প্রশ্ন রইল মানুষের সেবা করতে চেয়ে ভোটে জেতা সমস্ত পুণ্যাত্মা রাজনৈতিক নেতা / নেত্রীদের প্রতি |


বি দ্রঃ এরা কেউ কিন্তু পদপিষ্ট হন নি

হলে কবির লেখা শব্দ গুলো সত্য হত

"অপমানে হতে হবে তাহাদের সবার সমান "

শ্রীতোষ ১৭ / ০২ / ২০২৫

11 February, 2025

মোক্ষ

 কতটা পুন্য পেতে হলে

৩০০ কিমি জ্যাম সইতে হয় ?

কতটা পুন্য পেতে হলে

ফ্লাইট খরচা ৫০০০ এর বদলে ২৫০০০ দিতে হয় ?

কতটা পাপ ধোওয়ার জন্য

সর্বত্যাগী নাগা সাধুরা

কুম্ভে করে স্নান ?

তাদেরই যদি এত পাপ

সর্বত্যাগী ফকির এর মত

তাইলে 

আমি কেন করব কুম্ভে স্নান ?

পাপ ধুতে চাওয়া আমার মত

পাপীদের পায়ের তলায় মরে

মোক্ষ লাভের জন্য ?


নাগা সাধু আই আইটি বাবা

সর্বত্যাগী ফকির

এবং ভিআইপি কেউ

পাপ ধোওয়ার পথে

অথবা ফিরে আসার পথে

মোক্ষ লাগী মোক্ষ লাভী

সাধারণ মানুষের

পায়ের তলায় চাপা পরে

মোক্ষ লাভ করে না


ওদের এ জীবনেই মোক্ষ লাভ হয়ে গেছে

 ওরা পেয়ে গেছে স্বর্গ সুখ

সুন্দর পোশাক - বাড়ি - গাড়ি _ না..

ওদের ওনেকেই ব্যাংক থেকে অজস্র কোটি ধার নিয়ে

ধার শোধ করে না

ওদের ধার মাপ হয়

এটাই তো মোক্ষ |


যে মানুষটা পায়ের তলায় চিপে মরে গেল

সাধারণ মানুষ


অথবা যে মোক্ষ লাভ করতে গেল না

ব্যাংক থেকে হাজার বা লাখের অংকে ধার নিয়ে

ফসল না হওয়ার জন্য ধার শোধ করতে পারল না

তার ধার ও মাপ হল না

মরে গেল |

নহে মন্ত্রী - নহে যন্ত্রী  

সে প্রাণী

সে গাইছে- সে গাইছে

 মোক্ষ লাভের গুণ গানই

গুণ গানই - গুণ গানই

 


সেই মোক্ষ লাভ করা টুরু পুণ্যাত্মা

( যে সশরীরে স্বর্গে গিয়ে 

সোমরস পান করে রম্ভা আর উর্বশীর নাচ দেখছে )

লিখল

অনুলিখনে মহাদেব দেব শর্ম্মণ

10 February, 2025

রায়

 কবে থেকে যেন ডি এ মামলার শুনানি সুপ্রিম কোর্টে পেন্ডিং
তারিখ পে তারিখ চলছে?
২৬,০০০ চাকরি বাতিলের শুনানি কবে যে শেষ হবে আর কবে যে রায় বার হবে কেউ জানে না?

হয়তো বা ২০৪৮ সালে শুনানি শেষ হবে আর ২৪৪৮ সালে রায় ঘোষণা হবে।
JUSTICE DELAYED BUT JUSTICE NOT DENIED.

আইনের দেবী দুচোখ বেঁধে ন্যায় বিচার করেন (কানে কালা কিনা কেউ জানে না)
আইনের মূল কথা
শত অপরাধী মুক্তি পাক কিন্তু একজন নির্দোষ যেন শাস্তি না পায়।

তাই কালিঘাটের কাকুর "কু কু" কোন সুরে বাজে
তারা - উদারা - মুদারা
আজও আইন তা জানে না।

অভয়া তো হালের কথা
কামদুনি কাণ্ডের ফাইনাল অর্ডার কেউ কি জানে?
ফাঁসি এবং মৃত্যুদন্ড দুটোই বোধ হয় হয়ে গেছে
মরিচ ঝাঁপি র ঝাঁপি খুলে বসা
বান / ধান তলা বিশেষজ্ঞরা
যারা গো+এসণা করে বার করেছিলেন
সুন্দর বনের বাঘ মানুষ খেকো হয়েছিল
সিপি এম এর মারা মরিচ ঝাঁপির মানুষ খেয়ে
আর হলদি নদীর কুমীর নিয়ে অনুপ্রাণিত
গো + এষণা চলছে অনুপ্রাণিত আর দেশভক্ত দের মধ্যে।
ঢং ঢঙা ঢঙ্গ এক বইমেলায় প্রকাশিত হবে তা।
তারা ওয়ারা এই সব তথ্য জানেন হয় তো।

সুজেটের কবর কাঁদে
নুসরত সারা জীবনের জন্য পেনশন পাবে বলে
রিজওয়ানুর নিজের জীবন দিয়ে
পরিবারের আয় নিশ্চিত করে গেছে আইনের পথে।
রিজ নিশ্চয় জান্নাতে হুরি - পরীদের সাথে আছে।
AFTER ALL আম্মা তো বিধায়ক পেনশন নিয়ে
আইনের পথে নিশ্চিন্তে বাকি জীবন কাটাচ্ছে।

বারাসাতের সেই আগুনে পোড়া মেয়েটা
এই ভাবেই পুলিশ যার লাশ জ্বালিয়ে দিয়েছিল
যার বাবা ছিল ট্যাক্সি ড্রাইভার
আইনের পথে সেও তো বিচার পেয়েছে।
জ্ঞানেশ্বরী কান্ডে যে শব সুশীল সুজন বিদ্দবট্টজন
মম্বাত্তি মিছিল করেছিলেন তাঁরা ওয়ারা নিশ্চয় জানেন
বারাসাত কাণ্ডের বিচারের রায়।

এছাড়া আরও কত রায় আছে
ব্যপম থেকে শুরু করে ব্যপক শব রায়
 এটাই ন্যায় বিচার।
আমার মাথা নত এই ন্যায় বিচারের তলে।

শ্রীতোষ০৯/০২/২০২৫
 শুরু ও শুরু থাকে অথবা শেষের থাকে শেষ – তা হল প্রথম  এবং আর এক প্রতিশ্রুতিঃ

দেশ স্বাধীন হলে চোরাকারবারিদের নিকট তম ল্যাম্প পোস্টে ঝোলাব
হয় নিকটতম ল্যাম্প পোস্ট অমৃত বর্ষ পরেও খুঁজে পায় নি কেউ অথবা
পায় নি ঝোলাবার মত শক্ত পোক্ত কোন দড়ি কিংবা
আজও খুঁজে পাওয়া যায় নি একজনও চোরাকারবারিকে।
এবং আর এক  প্রতিশ্রুতিঃ
কোন এক ডিসেম্বরের কোন এক সন্ধ্যা।
ভারত বর্ষের যত কোর্টে যত মামলা আজ পর্যন্ত জমা আছে
তার নিস্পত্তি যেদিন হয়ে যাবে
সেদিনও কি সেই শব প্রতিশ্রুতি পূর্ণ হবে?

WALKING – WALKING – WALKING

 

WALKING – WALKING – WALKING করা
এক জীবিত জীবন লন্ডনের সব পথ ঘাট জানে।
 
কলকাতায় জন্ম নেওয়া এক সরকারী কর্মচারী
যে গড়িয়াতে আছে ১৯৭৩ সাল থেকে
পায়ে হেঁটে ঘুরে বেড়াত।
ছোটবেলায় ধান ক্ষেতের আল বেয়ে
নরেন্দ্রপুর হয়ে কামাল গাজীর রাস্তা,
১৯৮৭ থেকে শুরু করে পরবর্তী সময়ে
যে বাইপাস তৈরি হতে দেখেছে।
পাটুলি র ফায়ার ব্রিগেডের মাঠে
১৯৮৯ থেকে ১৯৯১ – ১৯৯২ সালে যে
নিজের বন্ধুদের সাথে একটা ভাঙা ব্যাট নিয়ে
ক্রিকেট খেলেছে -
একটা বল ধরতে ভুল হলে যে চেঁচিয়েছে
“উইন চাড্ডা উইন”
 
সেই আমি  আজও গড়িয়ার সব পথ –ঘাট চিনি না
আপনি কিন্তু
WALKING – WALKING – WALKING
করে লন্ডনের সব প থ চেনেন।
তার সাথে
নিশ্চয় চেনেন পশ্চিমবঙ্গের সব অলি গলি
After All আপনার অনুপ্রেরণাতেই পাবলিক টয়লেট থেকে
ল্যাম্প পোস্ট জন্মায়।
 
তাহলে নিশ্চয় আপনি
চেনেন পিকাডেলি সার্কাস
SOHO MARKET ও চেনেন।
 
আমরা যারা কলকাতা কে কলকাতা বলেই ভাবি
লন্ডন করতে চাই না
তাদের পক্ষ থেকে বলছি
হৃদয় তো সেই ২১ জুলাই
১৭ র প্রতি ভালোবাসা থেকে জিতে নিয়েছেন -
 
আপনার জ্ঞান দিয়ে লেখা হচ্ছে নতুন বাংলা ডিকশনারি
এবং বং সাইক্লোপিডিয়া ।
 
আপনার জ্ঞানে
যারা সুশীল – সুজন – বিদ্দৎবটু জন
তাঁরা তো সমৃদ্ধ।
 
বাকি যারা আছে
আপনার মহান জ্ঞানে
তাঁদের আর কত ঋদ্ধ করবেন
আর কত কাঁদাবেন
মাননীয়া ?
শ্রীতোষ ১০/০২/২০২৫
তারিখে ভাবছে কত শত সহস্র বছর ধরে
WALKING – WALKING – WALKING করলে
আপনার পদরেণু কণা মাথায় নিয়ে জীবন ধন্য করতে পারে।

03 February, 2025

বাজারি খবর

 ‘মিথ্যে কথা বলে বাবাকে ম্যানহোলে নামিয়েছিলেন’! আলিমুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ মৃতের ছেলের

HEAD LINE পড়ে কি মনে হবে?
সিপিএম এর আলিমুদ্দিন
০ পাওয়া আলিমুদ্দিন
কারো বাবাকে জোর করে ম্যান হোলে নামিয়েছে
ছেলে তাই কাঁদছে।
এরপর আসুন মূল খবরে-
সে খবরে লেখা আছে

"ম্যানহোলের গভীরতা ১০ ফুটেরও বেশি। কিন্তু সাফাইকর্মীদের বলা হয়েছিল, মেরেকেটে ৬-৭ ফুট! ভিতরে যে বিষাক্ত গ্যাস থাকতে পারে, সে কথাও স্পষ্ট ভাবে জানানো হয়নি। ‘মিথ্যে’ কথা বলে, তথ্য গোপন করে ফরজেম শেখকে ম্যানহোলে নামতে বলেছিলেন ধৃত ঠিকাদার আলিমুদ্দিন শেখ। এমনটাই দাবি করলেন বানতলার চর্মনগরীর ম্যানহোলে নেমে মৃত ফরজেমের ছেলে জাহাঙ্গির শেখ। "

আলিমুদ্দিন আর আলিমুদ্দিন শেখ এক হয়ে গেল
বাজারি কাগজের সুন্দর হেড পিসে।



"এমন টি তো হয়ে ই থাকে"
সেটাই ছড়িয়ে গেল গোটা দুনিয়ায়
নারায়ণ সান্যাল পর্যন্ত লিখে ফেললেন
একটি বই
বলা হল না শেষ শব্দ গুলো
"পুলিশ তার নিজের কাজ করছে"

আবার হয়তো এক উপন্যাস লেখা হবে

শূন্য পাওয়া আলিমুদ্দিন কি করে মানুষ কে ম্যান হোলে নামায়

আরও একটা বিষয় কিন্তু মিলে গেল

বানতলা

হয়তো এবার অনিতা দেওয়ানের সাথে কোন সম্পর্ক খুঁজে পাবে
হবে এক গবেষণা

হেড লাইন এখন ও শূন্য কে বড় ভয় পায়

(ভালো কথা লেখাটা কিন্তু উড়িয়ে দিলেও থাকবে মিস্টার জুকু /মেটা আব্বা / ক্ম্যুনিটি ভগবান)

শ্রীতোষ ০৩/০২/২০২৫

21 January, 2025

সব কিছুর মুল্য আছে

 

একটা সময় বড় কষ্ট পেতাম
নতুন জীবন আনতে পারি নি
উত্তরাধিকার দিয়ে যেতে পারব না।
আজ নিশ্চিন্ত
টেনশন মুক্ত
কারণ আজ
আমি নিশ্চিন্ত নিলাজ নৈতিক
কেন?
আবার বলছি
আমাকে নিজের ধর্ষিতা সন্তানের
শবদেহের জন্য
আদালতের রায়ে
ক্ষতিপূরণ নিতে হবে না
অথবা ক্ষতিপূরণ ছেড়েও দিতে হবে না।
আবার আমার কোন সন্তান বিচারক ও হবে না।
যারা ক্ষতি পূর্ণ করার আদেশ দিচ্ছে
তারা কি ভাবছে?
আঃ মানে ১০০০ টাকা
উঃ মানে ৫০০০
একটা কামড়ে দেওয়ার মুল্য
১০০ / ২০০ / ৩০০
যখন হাতটা মুচড়ে ধরল তার দাম
৫০০ / ৭০০
জামা ছেঁড়ার দাম ২৫ / ৫০ টাকা
ধর্ষণের প্রতি মিনিটের দাম
১০,০০০ / ১৫,০০০
যখন শরীরটা ছট ফট্‌ করছে
মৃত্যু যন্ত্রণায়
আদালতের বিচারে তার দাম হয়তো
২,০০,০০০/-
এই ভাবেই হয়তো
আদালত ক্ষতি পূর্ণ করতে চাইছে।
আদালত এবং একটি মেয়ে।
বাঁচুক চোখ বন্ধ করা ন্যায় দেবী।
শ্রীতোষ বলছে ন্যায় দেবী ও একজন মহিলা
তার দাম
ন্যায়ালয় বলে দিয়েছে।
বলে দিয়েছে ২০/০১/২০২৫ তারিখে।
২১/০১/২০২৫

নেই

 

সব কিছু চলছে
সব চলতে থাকুক
শুধু কিছু চোখের জল
প্রশ্ন করুক
কি প্রশ্ন ?
সকলে জানে
আমার মত এক মানুষ
যার সন্তান নেই
সে জানে না
প্রশ্নের উত্তর
আমার মত মানুষ
জানে না |
আমি শুধু প্রতি দিন রাতে
শান্তিতে বাঁচি
কারণ
আমার কোন সন্তান নেই

13 January, 2025

EXCLUSIVELY COLLECTED

 

যদি দাদা – মিডিয়া না থাকত তবে আমার
বয়স কি জানত লোকে
তাই তো বলি সত্য বললে
সবাই কেন হেসে ওঠে
মহাভারতেই তো আছে বলা
অশ্বত্থামা ইতি গজ
ঠিক বলি নি ?
তাতে কি যুদ্ধে হেরেছিল
পাণ্ডবরা ওই কুরুক্ষেত্র লোকে?
তবে কেন
১০ বছরেই দশ ক্লাস পাশ করলেই
আমায় নিয়ে কথা ওঠে
কত জ্বালায় জ্বলে মরি
তাই তো একটু সত্য বলি
তবে কেন সত্য বললেই
তোতাপাখি নয় রে যারা
তারা কেন হেসে ওঠে ?
তবু কেন সততার প্রতীক
আর লেখে না দলের লোকে?
EXCLUSIVELY COLLECTED

07 January, 2025

নিরক্ত করবী

 নিরক্ত করবী ওরা
ওই দুটো মানুষ
হয়তো বা ৫ টাকার ডিম ভাত খেয়ে ওরা

ঘুমিয়ে পড়েছে

জন কল্যাণ কামী রাষ্ট্রের উন্নয়নের টাকায় দেওয়া
ঘর বাড়ি ছেড়ে।
ওরা এই ভাবেই ঘুমিয়ে পড়ে
কখনও হয়তো ঘুম ভাঙে
পেটে খিদে নিয়ে নয়
কারণ দিনের বেলায় তো ৫ টাকার ডিম ভাত
খাওয়া হয়েই গেছে।

ওঁদের ঘুম ভাঙ্গে এমনি এমনি।

ওদের নিয়ে কোন প্রতিবাদী নাট্যদল নাটক করে কি?
ওরা দেখে ওদের মত দেখতে কিছু মানুষ
ভীষণ ব্যস্ততায় পথ চলে।

ওরা এই রকম ভাবে শুয়ে থাকে
কখনো জাগে কখনো ঘুমায়
সারা দিনে ৫ টাকার ডিম ভাত খেয়ে।

ভীষণ ব্যস্ততায় মানুষ পথ চলে।

ওরা যেখানে শুয়ে থাকে তার পাশে
নতুন করে ধর্মস্থান গড়ে ওঠে।
তার পর
কারো চিতা জ্বলে কারো খোঁড়া হয় কবর।
যারা জ্বালায় চিতা - যারা খোঁড়ে কবর
তারা নরম গদিতে আরামে ঘুমায়।
শ্রীতোষ.০৭/০১/২০২৫