খবরের কাগজ
সোশ্যাল মিডিয়া খুললেই
দেখা যায়
যুদ্ধ চলছে
এবং
মানুষ মরছে ।
আজকের সময়ে এটা খুব স্বাভাবিক খবর।
একটা যুদ্ধের খবর হারিয়ে গেছে
মানুষের মুখে খাবার তুলে দেওয়ার যুদ্ধ
সেই যুদ্ধ লড়ছে কিছু মানুষ
তাদের খবর আসে না
অস্বাভাবিক খবর তো
বলল
শ্রীতোষ
লেখাটা শেষ হয়ে গেল কারণ
ক্ষিদে পেয়েছিল ।
তবু আরও বলি
ক্ষিদের যুদ্ধের খবর কে কবরে পাঠানোর জন্য
আর ও টাটকা তাজা খবর আছে তো
ধর্মের জন্য যুদ্ধ
যেমন রাস্তায় তুলসী গাছ পোঁতা
কিংবা আগামী ভোটে মতুয়া রা কি করবে ?
মুচমুচে - অনুপ্রাণিত - অচ্ছে - সততার খবর !
শ্রীতোষ ১৯ /০৬/২০২৫
No comments:
Post a Comment