22 April, 2024

অন্য এক জিজ্ঞাসা

 একজন সাধারণ মানুষ দেখছে

কিছু মান এবং হুঁশ না থাকা মানুষ

আজও নিজেদের অন্যায় স্বীকার করে না

শুধু গোয়েবলস এর মত চিল্লে যায়

গোয়েবলস কিন্তু নিজের সাত সন্তান কে মেরে

আত্মহত্যা করতে বাধ্য হয়েছিল


আমিই সেরা বলা ইতিহাস

এটাই দেখায় |


আশা করি ভারত এবং পশ্চিম বঙ্গে

বার্লিন বাঙ্কারের বাস্তব লেখা হবে না |

09 April, 2024

ভোট ভিখারি দের প্রতি প্রশ্ন

 

প্রশ্ন

প্রশ্ন কিছু থাকছে

মনের মধ্যে জাগছে

কার মনে

যে সরকারী কর্মচারীর ভোট দিয়ে একটি

রাজনৈতিক দলকে পছন্দ করার অধিকার আছে

কিন্তু সেই রাজনৈতিক দলের সমর্থনে

একটিও শব্দ বলার অধিকার নেই।

CCS (CCA) CONDUCT RULE অনুসারে।

 

তবু প্রশ্ন জাগছে

(যারা শূন্য নয় তাদের প্রতি এ প্রশ্ন নয়)

আপনারা ভোট  ভিক্ষা করতে

ভোটারের কাছে যাচ্ছেন – তাই তো?

তাঁদের প্রতি অজস্র হাজার প্রতিশ্রুতি দিচ্ছেন

তাঁদের দুঃখের – কষ্টের কথা শুনছেন????

তারপর আবার তাঁদের ঘরে বসে গিলছেন

মাদুরে বসে।

 খেতে খেতে হাসছেন।

ওঁদের ঘরে মাটির থালা থাকে কি

জিজ্ঞাসা করেছেন?

এই রকম ভাবে সাজিয়ে – গুছিয়ে

ওরা ৩৬৫ দিন খেতে পায় কি

জিজ্ঞাসা করেছেন?

ভোট ভিখারি আপনারা

গ্লিসারিন চোখে না দিয়ে

এক ফোঁটা চোখের জল কি ফেলতে পারছেন

মনের ভিতর থেকে?

 

একবারও কি নিজের মন কে – বিবেক কে জিজ্ঞাসা করছেন

আমি নিজে ঠিক কিনা

আমি মানুষের পাশে সত্যি ই দাঁড়াতে পারব কিনা?

 

যদি পারেন

আপনাকে স্বাগত জানাই

ভোটে হেরে গেলেও।

আপনি, আমার নিজের লোকালয়ের কোন

একটি অনুষ্ঠানে এলে

যদি সুযোগ  পাই

নিজ হাতে চেয়ার মুছে দেব।

আমার ব্যক্তিগত

আনন্দের কথা সেদিন দেখতে গেলে তো

আপনাদের মান + হুঁশ থাকা মানুষ হতে হবে

গ্লিসারিন চোখে না দিয়ে

মানুষের দুঃখে চোখের জল ফেলার

ক্ষমতা রাখতে হবে।

 

তাই আমি আপনাদের জন্য কোন দিন ও চেয়ার

মুছব না ।

তবে নাটকের সেই কাঠের রাইফেল কে

সত্যি ভেবে

চেঁচিয়ে উঠব

আপনাদের দিকে

“মা এটা হল বোল্ট

এটাকে মাছি বলে

এর মধ্যে দিয়ে নিশানা করতে হয়

আর এটা “ট্রিগার”

দেখতে পারছ – নিশানা করতে পারছ

সমাজের নোংরা বুকটাকে

THEN PULL THE TRIGER”

শ্রীতোষ ০৯/০ ৪/২০২৪

04 April, 2024

 আমি এক সাধারণ ভোটার

নির্বাচন স্বয়মাগত

( সময়ে আগত )

শুনছি হাহাকার

একটি ভোট দে দে মাই বাপ 

 

আমার মুখ দেখে ভোট দে

কোন বিশেষ নামের জন্য ভোট দে |

ওরা নিজেদের দেখাতে চায়

ওরা মর্যাদা পেতে চেয়ে

এদল থেকে সে দলে

 আবার ব্যাক স্পেস দিয়ে পুরানো দলে

কিংবা এন্টার মেরে

সেই সে দলে ঘুরে ঘুরে বেড়ায়

ওরা জনসেবা করতেই চায় |


আমরা সাধারণ ভোটার

যারা জনসেবা করার জন্য

রঙ বদলায়

চার দেওয়ালের মধ্যে নিজেদের

বদ্ধ রেখে

তাদের ভোট দিয়ে যাই

অথবা জনগণের গণতান্ত্রিক সেবকের অসীম করুণায়

আমাদের শান্তি পূর্ণ ভোট দান হয়ে যায় |


ঠিক কিনা ?


একজন সাধারণ ভোটার

দেখে আর হাসে

সে জানে

একজন সাধারণ মানুষ হিসাবে

সে নিজের এথিক্স মেনে

একটি সিদ্ধান্ত নিতে পেরেছে |


দলবদলু জাতীয় গণ জন সেবকরা

( এবং তাদের প্রশ্রয় / আশ্রয় দাতা - দাত্রীরা)

হয়তো বা জেতে 

আসলে হারে |


আসলে এই সব উলঙ্গ জন সেবকরা

নিজেদের নগ্নতা কে মানতেই চায় না

এবং যারা তাদের উলঙ্গ রূপ দেখিয়ে দেয়

তাদের অত্যধিক ভালোবেসে

সরকারী আতিথেয়তা দেয় |

শ্রীতোষ ০৪/০৪/২০২৪

03 April, 2024

অন্য প্রশ্ন

 শূন্যের নিচে কিছু আছে কি ? 

তাহলে চিন্তার কি আছে ? 

আমার এক বন্ধু লিখেছেন শূন্যের নিচে মাইনাস আছে | 

বড় ভালো লেগেছিল শব্দ গুলো দেখে | 

মাইনাস সিট ও তাহলে আছে | 

যারা শূন্য তাঁরা ১ হওয়ার কল্পনার আনন্দে বাঁচেন 

এবং

যারা ১০০ তারা ৯৯ হওয়ার ভয়ে বাঁচে | 

প্রশ্ন একটাই - আনন্দে অথবা ভয়ে বাঁচব ?


আপনি কি ভাবে বাঁচতে চান ? [

চেনা - অচেনা

 দেখছি আমি ঘুরছে কেমন

বোম্বাগড়ের উনি এবং তিনি

প্রচার সচিব  (ওনার এবং তেনার )বাজায় ডংকা

সবচেয়ে তে সেরা

গণতন্ত্রের রাজা এবং রানি !!

সা রে গা মা পা ধা নি

আমরা যারা মানুষ আছি

তাঁরা কি ওদের চিনি?

শ্রীতোষ ০৩/০৪/২০২৪

02 April, 2024

দে দে বাবা

 আল্লা 

ঈশ্বর

কে

নাম পে,

যাদব

ব্রাহ্মীণ

ক্ষত্রিয়

কে

নাম পে

দে দে মাই বাপ

বাপ মাই

দে দে |

৫ সাল বাদ আতা / আতি হু

ভিখারী বনকে |

বহুত কুছ কহতা হুঁ

" তেরে মেরে মিলন কি এ রয়না "

ব্যস্

রাত ওর বাত 

দুটোই হারিয়ে যায় |

৫ বছর বাদে আবার

আল্লা এবং ইশ্বর

পোশাক বদলে হাজির হয় |

পরিচয়

 

নাম অথবা প্রতীক
দেখবেন না কিছুই বন্ধু
ওরা মানুষের সেবা করতে
এবং মর্যাদা পেতে চায়
সেটাই ওদের আসল পরিচয়।
শ্রীতোষ ০২/০৪/২০২৪