বিশ্ব বঙ্গে চুল্লু খেয়ে মরলে
ক্ষতিপূরণ আছে
ধর্ষিতা হলে ক্ষতিপূরণ আছে
জোচ্চরে পয়সা খেয়ে নিলে
(একটু বেশী বেশী সিগারেট খাওয়ার পর )
ক্ষতিপূরণ আছে |
সাধারণ মানুষের করের পয়সা দিয়ে
আমি ক্ষতিপূরণ দিচ্ছি বলে
ক্ষতিপূরণ আছে |
দিয়ে দিন ক্ষতিপূরণ
ভোটে জেতার আনন্দে
ওই বাচ্চাটার ছিন্ন বিচ্ছিন্ন শরীরের
প্রতিটি অংশের ক্ষতি পূরণ !
চেক টায় প্রতিটি অংকের পাশে যেন লেখা
হয়
সন্তান কোথায় - ঘেউ ঘেউ
লিখতে ভুলবেন না কিন্তু
এই লেখাটা - ওই চেকটা
আপনাকে নোবেল এনে দেবে |
শ্রীতোষ
No comments:
Post a Comment