আমি ব্রাহ্মণ হতে পারি নি
না হতে পেরেছি সৈয়দ
আমি হতে পারি নি ব্রহ্মজ্ঞানী
না হতে পেরেছি হাজি।
এঁরা সকলেই গীতার সব মন্ত্র
কোরানের সব হাদিস
মুখস্থ করে
এবং অর্থ জেনে বাস্তব জীবনে
প্রয়োগ করেন।
গুণীজন সব।
এঁরা সকলেই আক্রমণ করেন একাকী মানুষকে
একা নয়
সঙ্ঘ বদ্ধ ভাবে।
এই শিক্ষা দেয়
এদের দ্বীন এদের ধর্ম।
বাদ থাকবে না যীশু পুজাঋ দের কথা
ক্রুসেড ইতিহাসে লেখা আছে।
কালকে যারা প্যাটিস বিক্রি করাদের
সংখ্যাগরিষ্ঠের ধর্ম মেনে পিটিয়েছিল
তারাই হয় তো ব্রাহ্মণ দের কাছে হীন বলে
সমাজের কাছে অচ্ছুত।
সেই আক্ষেপ এর প্রতিফলন
একা এক মানুষের প্রতি।
আদালত এদের কি শাস্তি দেবে জানি না
জানতে চাই ও না,
মানুষ তো এদের শাস্তি দিতে পারবে না
কারণ মানুষ শাস্তি দিতে চাইলে
সব আইনের উপরে উঠে
মানুষকে একটা কাজ করতে হবে।
আমার রক্ত হিন্দুর রক্ত
আমার রক্ত মুসলমানের রক্ত।
এই রক্তে অন্য দ্বীন বা ধর্মের কোন অধিকার নেই।
এই কথাটা বলতে হবে।
মান এবং হুঁশ থাকা তো এটা বলতে পারবে না
পারে ও না।
যারা হিন্দু – মুসলমানের চাষ করে
তারা কি বলতে পারে?
প্রশ্ন করছে
শ্রীতোষ ১০/১২/২০২৫
No comments:
Post a Comment