আমি ভেবেছিলাম ৩ টেগান আজ গাওয়াহবেঃ
১) "নতুন স্বাধীনতা পাওয়া উর্দু কাওয়ালি / আমি কি ভুলিতে পারি"
(সৃজনে নব্য স্বাধীন বাঙাল দেশের সমন্বয়ক)
২) সনাতনী হিন্দু শেখায় নব্য বঙ্গ ভাষা
(সৃজনে গত ৩ / ৪ বছর ধরে গজিয়ে ওঠা সনাতনী হিন্দু ভাষা)
"মা কোথায় - ঘেউ ঘেউ" করা
বিশ্ব বঙ্গ কাব্য ভাষা
এই সব শব্দ ব্যবহারের উদ্দেশ্য এক এবং একই
"আমার বাংলাটা ঠিক আসে না"
এই শব্দ গুলোকে ভালোবাসা
না আক্ষরিক অর্থে এই শব্দ গুলো বলা হয় নি
আক্ষরিক এবং বাস্তবিক ভাবে এই গান গাওয়া হয় নি
এই বছরে।
যদি বলি প্রতিটি বছর ধরে এই গান বাস্তবিক জীবনে গাওয়া হয়েছে
অস্বীকার করতে পারি ?
নিজেকেই নিজে প্রশ্ন করি
অস্বীকার করতে পারি?
ভারতীয় সংবিধানের ত্রি ভাষা সুত্র মেনে
একজন কেন্দ্রীয় সরকারী কর্মচারী
আমি নিজে
একটা ফাইলেও বাংলা ভাষায় নিজের নাম সই করেছি?
উত্তরঃ"না"
অতএব এই পোস্ট এক ফালতু পোস্ট
এক আক্ষরিক অর্থে
ফেসবুক বিপ্লবীর পোস্ট
২১ শে ফেব্রুয়ারি তে হ্যাজ নামানো পোস্ট
শ্রীতোষ ২১/০২/২০২৫
তবু কেন লিখচি কিংবা লিখছি
No comments:
Post a Comment