11 December, 2025

বিশ্বাস এবং সত্য

 

আমার ধর্ম, আমার কাছে
আমার সত্য আমার কাছে
আমার কাছে ধর্ম অর্থে বিশ্বাস
নিজের কাজের প্রতি।
আমার ধর্ম সবার সামনে
কোরান, জেন্দ আবেস্তা, গুরু গ্রন্থ সাহেব
বাইবেল জাতীয় ধর্ম গ্রন্থ পাঠ করা নয়।
আমার ধর্ম মানুষের বিপদে
মানুষের পাশে দাঁড়ানো।
গুরু নানক - যিশু - গৌতম বুদ্ধ - মহম্মদ
মহাবীর - জরথ্রুস্ট - চৈতন্য
সব ধর্ম গুরুর ইতিহাস বলছে
এঁরা প্রত্যেকে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছিলেন।
ভারতীয় দর্শনে (তথাকথিত হিন্দু ধর্মে নয়) ও সেই ইতিহাস আছে
আছে মৈত্রেয়ীর বক্তব্যে
চার্বাক এবং শঙ্কর ভাষ্যে
আছে কালিদাসের লেখায়।
ওদের জানতে মানা - পড়তে মানা
যারা পড়াশোনা করে লেখে তাদের
ওরা ভয় পায়।
তাই ওরা মাকু বলে
অথচ ওরা এটাও জানে না
মাকু না থাকলে ওরা
ওদের পুজ্য গো মাতার মত
সবার সামনে ঘুরে বেড়াত।
কেন ?
এটা জানলে তো
ওরা দু দল মানুষ হত।
তাহলে কি হত?
যা হত তা হত
আপাতত একটা চিন্তা করুক ওরাই
এখন বলছি
রক্তের বিশুদ্ধতা বজায় রাখার জন্য
রক্ত জিহাদ রোখার জন্য
একটা শুদ্ধ শাহি সনাতনী হিন্দু ব্লাড ব্যাংক
এবং
ওদের ই মত ঘৃণার চাষ করা
পীর এবং পাক মুসলিম দের জন্য
একটা Bank Al-Dam করা হোক
শ্রীতোষ ১১/১২/২০২৫

No comments:

Post a Comment