10 February, 2025

রায়

 কবে থেকে যেন ডি এ মামলার শুনানি সুপ্রিম কোর্টে পেন্ডিং
তারিখ পে তারিখ চলছে?
২৬,০০০ চাকরি বাতিলের শুনানি কবে যে শেষ হবে আর কবে যে রায় বার হবে কেউ জানে না?

হয়তো বা ২০৪৮ সালে শুনানি শেষ হবে আর ২৪৪৮ সালে রায় ঘোষণা হবে।
JUSTICE DELAYED BUT JUSTICE NOT DENIED.

আইনের দেবী দুচোখ বেঁধে ন্যায় বিচার করেন (কানে কালা কিনা কেউ জানে না)
আইনের মূল কথা
শত অপরাধী মুক্তি পাক কিন্তু একজন নির্দোষ যেন শাস্তি না পায়।

তাই কালিঘাটের কাকুর "কু কু" কোন সুরে বাজে
তারা - উদারা - মুদারা
আজও আইন তা জানে না।

অভয়া তো হালের কথা
কামদুনি কাণ্ডের ফাইনাল অর্ডার কেউ কি জানে?
ফাঁসি এবং মৃত্যুদন্ড দুটোই বোধ হয় হয়ে গেছে
মরিচ ঝাঁপি র ঝাঁপি খুলে বসা
বান / ধান তলা বিশেষজ্ঞরা
যারা গো+এসণা করে বার করেছিলেন
সুন্দর বনের বাঘ মানুষ খেকো হয়েছিল
সিপি এম এর মারা মরিচ ঝাঁপির মানুষ খেয়ে
আর হলদি নদীর কুমীর নিয়ে অনুপ্রাণিত
গো + এষণা চলছে অনুপ্রাণিত আর দেশভক্ত দের মধ্যে।
ঢং ঢঙা ঢঙ্গ এক বইমেলায় প্রকাশিত হবে তা।
তারা ওয়ারা এই সব তথ্য জানেন হয় তো।

সুজেটের কবর কাঁদে
নুসরত সারা জীবনের জন্য পেনশন পাবে বলে
রিজওয়ানুর নিজের জীবন দিয়ে
পরিবারের আয় নিশ্চিত করে গেছে আইনের পথে।
রিজ নিশ্চয় জান্নাতে হুরি - পরীদের সাথে আছে।
AFTER ALL আম্মা তো বিধায়ক পেনশন নিয়ে
আইনের পথে নিশ্চিন্তে বাকি জীবন কাটাচ্ছে।

বারাসাতের সেই আগুনে পোড়া মেয়েটা
এই ভাবেই পুলিশ যার লাশ জ্বালিয়ে দিয়েছিল
যার বাবা ছিল ট্যাক্সি ড্রাইভার
আইনের পথে সেও তো বিচার পেয়েছে।
জ্ঞানেশ্বরী কান্ডে যে শব সুশীল সুজন বিদ্দবট্টজন
মম্বাত্তি মিছিল করেছিলেন তাঁরা ওয়ারা নিশ্চয় জানেন
বারাসাত কাণ্ডের বিচারের রায়।

এছাড়া আরও কত রায় আছে
ব্যপম থেকে শুরু করে ব্যপক শব রায়
 এটাই ন্যায় বিচার।
আমার মাথা নত এই ন্যায় বিচারের তলে।

শ্রীতোষ০৯/০২/২০২৫
 শুরু ও শুরু থাকে অথবা শেষের থাকে শেষ – তা হল প্রথম  এবং আর এক প্রতিশ্রুতিঃ

দেশ স্বাধীন হলে চোরাকারবারিদের নিকট তম ল্যাম্প পোস্টে ঝোলাব
হয় নিকটতম ল্যাম্প পোস্ট অমৃত বর্ষ পরেও খুঁজে পায় নি কেউ অথবা
পায় নি ঝোলাবার মত শক্ত পোক্ত কোন দড়ি কিংবা
আজও খুঁজে পাওয়া যায় নি একজনও চোরাকারবারিকে।
এবং আর এক  প্রতিশ্রুতিঃ
কোন এক ডিসেম্বরের কোন এক সন্ধ্যা।
ভারত বর্ষের যত কোর্টে যত মামলা আজ পর্যন্ত জমা আছে
তার নিস্পত্তি যেদিন হয়ে যাবে
সেদিনও কি সেই শব প্রতিশ্রুতি পূর্ণ হবে?

No comments:

Post a Comment