23 June, 2025

ঘেউ ঘেউ

 

একটা ছিন্ন বিচ্ছিন্ন দেহ
গণতান্ত্রিক আনন্দ উদযাপনের পরিচয়
কি দোষ ছিল বাচ্চাটার?
জানি উত্তর পাব না
বড় বড় বুদ্ধি জীবীরা 
পুঁথি পত্র খুলে JUSTIFY করার জন্য
GB GB বুদ্ধি খরচ করে চলবেন।
অনুপ্রাণিত সরকার মানুষের দেওয়া 
করের পয়সা খরচা করে
কয়েক পয়সা ক্ষতি পূরণ ছুঁড়ে দেবে।

ফেসবুক পন্ডিত রা কেউ কেউ
বাচ্চাটার জাত ও দেখবে
একটা _ _ মরেছে
বেঁচে থাকলে সন্ত্রাসী হত
ভাবার মত লোকের অভাব নেই
আজ এই সোশ্যাল মিডিয়াতে |

শ্রীতোষ জিজ্ঞাসা করছে
মায়ের কোলে বাচ্চা টাকে ফিরিয়ে দিতে পারবে
সব মৃত্যু কে টাকা দিয়ে কেনা এই সরকার?

ধ্যত্‌ তেরিকা 
জানা প্রশ্নের উত্তর জিজ্ঞাসা করে নাকি কেউ
যদি করে - তাহলে উত্তর
সন্তান কোথায় - ঘেউ ঘেউ।
মাইরি বলছি - বেঁচে গেছি
এই সততার প্রতীক - উন্নয়ন আর
আর অচ্ছে দিনের সময়ে
আমার কোন সন্তান নেই |
আছে শুধু তীব্র ঘৃণা
শ্রীতোষ বলছে
মা তোর জীবন ফিরিয়ে দিতে পারব না
তোর হত্যাকারীদের প্রতি 
যারা নিশ্চুপ থাকবে
যারা অন্য ঘটনা দিয়ে
তোর মৃত্যুকে JUSTIFY করবে 
যারা ক্ষতি পূরণ দেবে
তাদের প্রতি রইল
এক না হওয়া বাবার
তীব্র ঘৃণা |
২৩/০৬/২০২৫

No comments:

Post a Comment