11 February, 2025

মোক্ষ

 কতটা পুন্য পেতে হলে

৩০০ কিমি জ্যাম সইতে হয় ?

কতটা পুন্য পেতে হলে

ফ্লাইট খরচা ৫০০০ এর বদলে ২৫০০০ দিতে হয় ?

কতটা পাপ ধোওয়ার জন্য

সর্বত্যাগী নাগা সাধুরা

কুম্ভে করে স্নান ?

তাদেরই যদি এত পাপ

সর্বত্যাগী ফকির এর মত

তাইলে 

আমি কেন করব কুম্ভে স্নান ?

পাপ ধুতে চাওয়া আমার মত

পাপীদের পায়ের তলায় মরে

মোক্ষ লাভের জন্য ?


নাগা সাধু আই আইটি বাবা

সর্বত্যাগী ফকির

এবং ভিআইপি কেউ

পাপ ধোওয়ার পথে

অথবা ফিরে আসার পথে

মোক্ষ লাগী মোক্ষ লাভী

সাধারণ মানুষের

পায়ের তলায় চাপা পরে

মোক্ষ লাভ করে না


ওদের এ জীবনেই মোক্ষ লাভ হয়ে গেছে

 ওরা পেয়ে গেছে স্বর্গ সুখ

সুন্দর পোশাক - বাড়ি - গাড়ি _ না..

ওদের ওনেকেই ব্যাংক থেকে অজস্র কোটি ধার নিয়ে

ধার শোধ করে না

ওদের ধার মাপ হয়

এটাই তো মোক্ষ |


যে মানুষটা পায়ের তলায় চিপে মরে গেল

সাধারণ মানুষ


অথবা যে মোক্ষ লাভ করতে গেল না

ব্যাংক থেকে হাজার বা লাখের অংকে ধার নিয়ে

ফসল না হওয়ার জন্য ধার শোধ করতে পারল না

তার ধার ও মাপ হল না

মরে গেল |

নহে মন্ত্রী - নহে যন্ত্রী  

সে প্রাণী

সে গাইছে- সে গাইছে

 মোক্ষ লাভের গুণ গানই

গুণ গানই - গুণ গানই

 


সেই মোক্ষ লাভ করা টুরু পুণ্যাত্মা

( যে সশরীরে স্বর্গে গিয়ে 

সোমরস পান করে রম্ভা আর উর্বশীর নাচ দেখছে )

লিখল

অনুলিখনে মহাদেব দেব শর্ম্মণ

No comments:

Post a Comment