WALKING – WALKING – WALKING করা
এক জীবিত জীবন লন্ডনের সব পথ ঘাট জানে।
কলকাতায় জন্ম নেওয়া এক সরকারী কর্মচারী
যে গড়িয়াতে আছে ১৯৭৩ সাল থেকে
পায়ে হেঁটে ঘুরে বেড়াত।
নরেন্দ্রপুর হয়ে কামাল গাজীর রাস্তা,
১৯৮৭ থেকে শুরু করে পরবর্তী সময়ে
যে বাইপাস তৈরি হতে দেখেছে।
পাটুলি র ফায়ার ব্রিগেডের মাঠে
১৯৮৯ থেকে ১৯৯১ – ১৯৯২ সালে যে
নিজের বন্ধুদের সাথে একটা ভাঙা ব্যাট নিয়ে
ক্রিকেট খেলেছে -
একটা বল ধরতে ভুল হলে যে চেঁচিয়েছে
“উইন চাড্ডা উইন”
সেই আমি আজও গড়িয়ার সব পথ –ঘাট চিনি না
আপনি কিন্তু
WALKING – WALKING – WALKING
করে লন্ডনের সব প থ চেনেন।
তার সাথে
নিশ্চয় চেনেন পশ্চিমবঙ্গের সব অলি গলি
After All আপনার অনুপ্রেরণাতেই পাবলিক টয়লেট থেকে
ল্যাম্প পোস্ট জন্মায়।
তাহলে নিশ্চয় আপনি
চেনেন পিকাডেলি সার্কাস
SOHO MARKET ও চেনেন।
আমরা যারা কলকাতা কে কলকাতা বলেই ভাবি
লন্ডন করতে চাই না
তাদের পক্ষ থেকে বলছি
হৃদয় তো সেই ২১ জুলাই
১৭ র প্রতি ভালোবাসা থেকে জিতে নিয়েছেন -
আপনার জ্ঞান দিয়ে লেখা হচ্ছে নতুন বাংলা ডিকশনারি
এবং বং সাইক্লোপিডিয়া ।
আপনার জ্ঞানে
যারা সুশীল – সুজন – বিদ্দৎবটু জন
তাঁরা তো সমৃদ্ধ।
বাকি যারা আছে
আপনার মহান জ্ঞানে
তাঁদের আর কত ঋদ্ধ করবেন
আর কত কাঁদাবেন
মাননীয়া ?
শ্রীতোষ ১০/০২/২০২৫
তারিখে ভাবছে কত শত সহস্র বছর ধরে
WALKING – WALKING – WALKING করলে
আপনার পদরেণু কণা মাথায় নিয়ে জীবন ধন্য করতে পারে।
No comments:
Post a Comment