আমি শুধু ভাবছি খাঁটি দের খাঁটিত্ব প্রমাণ করতে কতখানি আইঁটি হতে হয়।
কুম্ভ খাঁটি বাবাকে এঁরা না পারছে ফেলতে না পারছে গিলতে। বাধ্য হয়ে বলছে খাঁটি আঁটি বাবা গোটা প্রতিযোগিতার জন্য বলেছে।
এবার যদি প্রশ্ন করেনঃ
মাননীয় খাঁটি আঁটিরা / আঁটি খাঁটিরা এই প্রতিযোগিতায় তো ভারত বলে একটা দেশও অংশ নিয়েছে।
তাহলে কুম্ভ বাই প্রোডাক্ট খাঁটি আঁটি বাবা যদি বলে থাকে
প্রতিযোগিতায় জিতবে
(বর্তমানে খাঁটি দের নতুন ব্যাখায়)
তার মানে ভারত প্রতিযোগিতায় হারবে।
এই কথা আঁটি বাবা ছাড়া অন্য কেউ বললে
খাঁটি দের ভাষায় সে মাকু / সেকু তো হতই
তাছাড়াও হত দেশদ্রোহী।
খাপ দেশ প্রেমিক পঞ্চায়েত বসে যেত
তার মা - বোন - মেয়েকে ধর্ষণ করার দাবী ছড়াত ।
তাহলে খাঁটি আই টি আই অথবা আই আই টি বাবাকে
ভঁক্তঁরাঁ পাকিস্থানে যেতে বলল না কেন?
(এয়ারাই কিন্তু গুলজারের বিরুদ্ধে কমেন্ট লেখে)
ওদের কাছে পাসপোর্ট কি কম পড়িয়াছে?
চলুন দ্বেষপ্রেমিকরা একজন কেন্দ্রীয় সরকারী কর্মচারী কে দেশদ্রোহী বলে রিপোর্ট করুন আর খিস্তি মারুন
কারণ
দুর্ভাগ্যবশত সেই মানুষটা আপনাদের আসল খাঁটি রূপ তুলে ধরল এই পোস্টে।
পোস্ট টা ফেসবুকের আগে নিজের ব্লগে থাকল।
শ্রীতোষ ২৪/০২/২০২৫
No comments:
Post a Comment