আসে ঘটনা যায় ঘটনা অনুপেওনার সাথে
নতুন নতুন ঘটনা দেখি
প্রতি সকাল - রাতে।
গত ১৪ বছরে
৫ বছর ভুলে গেছে
সচেতন মানুষ।
প্রতিদিন কোথাও না কোথাও
অনুপানিত জীবন দখল হয়।
সামনে থাকে ভাণ্ডারের ভাণ্ডারা
প্রতিটি রাত আসে আর চলে যায়
একলা একটা আর্তনাদ হারিয়ে যায়।
একলা একটা আর্তনাদ
চম্পলা
তাপসী
সুজেট
কামদুনি
বারাসাত
১৪ বছরে আরও কত
একলা আর্তনাদ
হারিয়ে যায়
PUBLIC MONEY থেকে
ভান্ডারের ভাণ্ডারা দেওয়ার উল্লাসে।
ওরা ভাণ্ডারা বিলিয়ে
উল্লাস করে।
ঘেউ ঘেউ করান্ন দের
বউ শ্রী রা
কি বলে তা নিজেই জানে না।
আমি অনুপেওনাতে
পাবলিক টয়লেটের উদ্বোধন দেখি
আর প্রতিদিন শুনি
একলা একটা আর্তনাদ
প্রতিদিন
ভাণ্ডারা দেওয়ার উল্লাসে হারিয়ে যায়।
শ্রীতোষ ১৪/০৮/২০২৫
No comments:
Post a Comment