26 June, 2025

নব্য রথযাত্রা -

 কাল ব্যারিকেডে রথের রশি থাকবে

গণতন্ত্রের জয়োল্লাসের রশি

প্রতিটি টানে শুনব তামান্নার

শেষ মুহূর্তের আর্তনাদ

আর

২০,০০, ooo টাকার ঝনঝনানি |


রেশন দোকান থেকে পাওয়া

সরকারী  জগন্নাথের প্রসাদ খেতে খেতে

সুশীল - সুজন সব

মোম্বাত্তি হাতে

পায়ে মাথায়

সারা শরীরে গুঁজে

চটি শয্যায়

স্বপ্ন দেখতে দেখতে বলবে

রিজের সময় ছিল

আমাদের বিপ্লব

এখন আমরা করি

অনুপ্রেরণায় ঘেউ ঘেউ ।


দীঘার আসল জগন্নাথ

কাল গণতান্ত্রিক উল্লাসে পথ হাঁটবে

পথ হাঁটবে তার হাত ধরে

যে সরকারি স্কুলে নিজের বই 

বিক্রি করে |

শ্রীতোষ

No comments:

Post a Comment