03 February, 2025

বাজারি খবর

 ‘মিথ্যে কথা বলে বাবাকে ম্যানহোলে নামিয়েছিলেন’! আলিমুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ মৃতের ছেলের

HEAD LINE পড়ে কি মনে হবে?
সিপিএম এর আলিমুদ্দিন
০ পাওয়া আলিমুদ্দিন
কারো বাবাকে জোর করে ম্যান হোলে নামিয়েছে
ছেলে তাই কাঁদছে।
এরপর আসুন মূল খবরে-
সে খবরে লেখা আছে

"ম্যানহোলের গভীরতা ১০ ফুটেরও বেশি। কিন্তু সাফাইকর্মীদের বলা হয়েছিল, মেরেকেটে ৬-৭ ফুট! ভিতরে যে বিষাক্ত গ্যাস থাকতে পারে, সে কথাও স্পষ্ট ভাবে জানানো হয়নি। ‘মিথ্যে’ কথা বলে, তথ্য গোপন করে ফরজেম শেখকে ম্যানহোলে নামতে বলেছিলেন ধৃত ঠিকাদার আলিমুদ্দিন শেখ। এমনটাই দাবি করলেন বানতলার চর্মনগরীর ম্যানহোলে নেমে মৃত ফরজেমের ছেলে জাহাঙ্গির শেখ। "

আলিমুদ্দিন আর আলিমুদ্দিন শেখ এক হয়ে গেল
বাজারি কাগজের সুন্দর হেড পিসে।



"এমন টি তো হয়ে ই থাকে"
সেটাই ছড়িয়ে গেল গোটা দুনিয়ায়
নারায়ণ সান্যাল পর্যন্ত লিখে ফেললেন
একটি বই
বলা হল না শেষ শব্দ গুলো
"পুলিশ তার নিজের কাজ করছে"

আবার হয়তো এক উপন্যাস লেখা হবে

শূন্য পাওয়া আলিমুদ্দিন কি করে মানুষ কে ম্যান হোলে নামায়

আরও একটা বিষয় কিন্তু মিলে গেল

বানতলা

হয়তো এবার অনিতা দেওয়ানের সাথে কোন সম্পর্ক খুঁজে পাবে
হবে এক গবেষণা

হেড লাইন এখন ও শূন্য কে বড় ভয় পায়

(ভালো কথা লেখাটা কিন্তু উড়িয়ে দিলেও থাকবে মিস্টার জুকু /মেটা আব্বা / ক্ম্যুনিটি ভগবান)

শ্রীতোষ ০৩/০২/২০২৫

No comments:

Post a Comment