21 January, 2025

সব কিছুর মুল্য আছে

 

একটা সময় বড় কষ্ট পেতাম
নতুন জীবন আনতে পারি নি
উত্তরাধিকার দিয়ে যেতে পারব না।
আজ নিশ্চিন্ত
টেনশন মুক্ত
কারণ আজ
আমি নিশ্চিন্ত নিলাজ নৈতিক
কেন?
আবার বলছি
আমাকে নিজের ধর্ষিতা সন্তানের
শবদেহের জন্য
আদালতের রায়ে
ক্ষতিপূরণ নিতে হবে না
অথবা ক্ষতিপূরণ ছেড়েও দিতে হবে না।
আবার আমার কোন সন্তান বিচারক ও হবে না।
যারা ক্ষতি পূর্ণ করার আদেশ দিচ্ছে
তারা কি ভাবছে?
আঃ মানে ১০০০ টাকা
উঃ মানে ৫০০০
একটা কামড়ে দেওয়ার মুল্য
১০০ / ২০০ / ৩০০
যখন হাতটা মুচড়ে ধরল তার দাম
৫০০ / ৭০০
জামা ছেঁড়ার দাম ২৫ / ৫০ টাকা
ধর্ষণের প্রতি মিনিটের দাম
১০,০০০ / ১৫,০০০
যখন শরীরটা ছট ফট্‌ করছে
মৃত্যু যন্ত্রণায়
আদালতের বিচারে তার দাম হয়তো
২,০০,০০০/-
এই ভাবেই হয়তো
আদালত ক্ষতি পূর্ণ করতে চাইছে।
আদালত এবং একটি মেয়ে।
বাঁচুক চোখ বন্ধ করা ন্যায় দেবী।
শ্রীতোষ বলছে ন্যায় দেবী ও একজন মহিলা
তার দাম
ন্যায়ালয় বলে দিয়েছে।
বলে দিয়েছে ২০/০১/২০২৫ তারিখে।
২১/০১/২০২৫

No comments:

Post a Comment