21 January, 2025

নেই

 

সব কিছু চলছে
সব চলতে থাকুক
শুধু কিছু চোখের জল
প্রশ্ন করুক
কি প্রশ্ন ?
সকলে জানে
আমার মত এক মানুষ
যার সন্তান নেই
সে জানে না
প্রশ্নের উত্তর
আমার মত মানুষ
জানে না |
আমি শুধু প্রতি দিন রাতে
শান্তিতে বাঁচি
কারণ
আমার কোন সন্তান নেই

No comments:

Post a Comment