13 January, 2025

EXCLUSIVELY COLLECTED

 

যদি দাদা – মিডিয়া না থাকত তবে আমার
বয়স কি জানত লোকে
তাই তো বলি সত্য বললে
সবাই কেন হেসে ওঠে
মহাভারতেই তো আছে বলা
অশ্বত্থামা ইতি গজ
ঠিক বলি নি ?
তাতে কি যুদ্ধে হেরেছিল
পাণ্ডবরা ওই কুরুক্ষেত্র লোকে?
তবে কেন
১০ বছরেই দশ ক্লাস পাশ করলেই
আমায় নিয়ে কথা ওঠে
কত জ্বালায় জ্বলে মরি
তাই তো একটু সত্য বলি
তবে কেন সত্য বললেই
তোতাপাখি নয় রে যারা
তারা কেন হেসে ওঠে ?
তবু কেন সততার প্রতীক
আর লেখে না দলের লোকে?
EXCLUSIVELY COLLECTED

No comments:

Post a Comment