নিরক্ত করবী ওরা
ওই দুটো মানুষ
হয়তো বা ৫ টাকার ডিম ভাত খেয়ে ওরা
ঘুমিয়ে পড়েছে
জন কল্যাণ কামী রাষ্ট্রের উন্নয়নের টাকায় দেওয়া
ঘর বাড়ি ছেড়ে।
ওরা এই ভাবেই ঘুমিয়ে পড়ে
কখনও হয়তো ঘুম ভাঙে
পেটে খিদে নিয়ে নয়
কারণ দিনের বেলায় তো ৫ টাকার ডিম ভাত
খাওয়া হয়েই গেছে।
ওঁদের ঘুম ভাঙ্গে এমনি এমনি।
ওদের নিয়ে কোন প্রতিবাদী নাট্যদল নাটক করে কি?
ওরা দেখে ওদের মত দেখতে কিছু মানুষ
ভীষণ ব্যস্ততায় পথ চলে।
ওরা এই রকম ভাবে শুয়ে থাকে
কখনো জাগে কখনো ঘুমায়
সারা দিনে ৫ টাকার ডিম ভাত খেয়ে।
ভীষণ ব্যস্ততায় মানুষ পথ চলে।
ওরা যেখানে শুয়ে থাকে তার পাশে
নতুন করে ধর্মস্থান গড়ে ওঠে।
তার পর
কারো চিতা জ্বলে কারো খোঁড়া হয় কবর।
যারা জ্বালায় চিতা - যারা খোঁড়ে কবর
তারা নরম গদিতে আরামে ঘুমায়।
শ্রীতোষ.০৭/০১/২০২৫
07 January, 2025
নিরক্ত করবী
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment