09 November, 2014

জীবনের গান



শোন যদি মন দিয়ে ভোরের আজান
পাবে তুমি পাবে জেনো মানুষেরই গান,
যদি শোন মন দিয়ে ভৈরবী তান
জেনো তাতে আছে মিশে সব হারা গান।

গেয়ে যাও তুমি যবে বেহাগেরই সুর
পাবে তুমি খুঁজে দুখ কৃষক বধূর,
তুলে নাও গলে তুমি দীপকেরই তান
দেখো তুমি পাও কিনা মজুরের প্রাণ।

আশাবরী রাগে তুমি সুর যে ছড়াও
ওদেরই প্রাণে তুমি ফুল যে ফোটাও,
প্রাণে যবে ওঠে বেজে ইমনের তান
জেনো তাতে আছে মিশে জীবনেরই গান ।

No comments:

Post a Comment