01 November, 2014

চাই



মুক্তি চাই – আমি মুক্তি চাই
তীব্র অন্ধকার ঘিরেছে চারিদিক
সত্য নিষ্পিষ্ট আজ মিথ্যার আলোয়
সোডিয়াম ভেপার ল্যাম্পের তলায়
জ্বলে থাকা ত্রিফলা আলো।

এক এমন অন্ধকার -
যে অন্ধকার বড় চেনা – বড় জানা
সংস্কৃতির আড়ালে নারী মাংস নিয়ে
কাড়াকাড়ি হায়নাদের।

আকাশে – বাতাসে চিলেদের কোলাহল
নীচে শ্বাপদের তীক্ষ্ণ দাঁত
ভালোবাসার নামে চেটে খায়
চাষির রক্ত – কড়মড় শব্দে চেবায়
শ্রমিকের হাড়।

ওঃ লেনিন তুমি কোথায় ?
চে র পথ ধরে আমি হাঁটতে চাই -
কাকাবাবুর দেখানো পথে চলতে চাই -
পল রবসনের গানে – পিট সীগারের গীটারে
আমি ভোরের রক্ত সূর্য দেখতে পাই
এই অন্ধকার থেকে আমি মুক্তি চাই।

“এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়”

No comments:

Post a Comment