28 November, 2014

সুহানা বা আরও অনেক সুহানার জন্য



“আমি একটু রক্ত চাই
বাবা – মা কেঁদো না তোমরা
একটু খানি রক্ত পেলে
আমি ভালো হয়ে যাব”
বলেছিল সেই কচি মেয়েটা
জীবনের অনেকটা পথ পেরিয়ে যাবে
ভালোভাবে বাঁচবে – বাঁচার পথ দেখাবে
স্বপ্ন ভরা দুচোখে বলেছিল সে
“একটুখানি রক্ত পেলে
আমি ভালো হয়ে যাব”
না – সেই একটুখানি রক্ত
জুটল না তার
স্বপ্ন দেখা চোখের আলো –
নিভে গেছে চিরতরে !

রক্ত ঝরে –
ধর্মের নামে –
রক্ত ঝরে
ক্ষমতায় থাকার অধিকারে
রক্ত ঝরে –
মানুষ মানুষের ঝরায় রক্ত
দেশ দখলে ।
সুহানারা হারিয়ে যায় !

আজ বসবে তদন্ত কমিশন
রিপোর্ট আসবে হয়তো বা এক যুগ পরে
সুহানার চোখে জেগে থাকা স্বপ্ন
মায়ের চোখের জল
বাপের নীরব আর্তনাদ
মুছিয়ে দিতে পারে কি সেই কাগজ গুলো
বল না –
পৃথিবীর মা – বাবারা বল না
তোমরা যারা রিপোর্ট লিখবে,
তোমরা – যাদের অবহেলায়
হারিয়ে যায় এমন আরও অনেক
স্বপ্ন দেখা সুহানা
একটা রিপোর্ট –
ফিরিয়ে আনবে কি কোন সুহানাকে ?
“একটুখানি রক্ত পেলে
আমি ভালো হয়ে যাব”
তোমাদের ওই রিপোর্ট দিয়ে
তদন্ত কমিশন দিয়ে
ভালো করে দাও না গো সুহানাকে
যে বাঁচার স্বপ্ন দেখেছিল।

No comments:

Post a Comment