08 November, 2014

খেলা





নীল আকাশের বুকে মেঘের খেলা
সাদা কাগজে কলমের খেলা
ক্যানভাস রাঙ্গিয়ে রঙ্গের খেলা
সবুজ মাঠের বুকে দেখা যায়
ফুটবল, হকি, ক্রিকেট
আরও কত খেলা।

কত শত খেলা আছে
কত শত খেলা গেছে হারিয়ে
সময়ের মাঝে
ছোটবেলার খেলা বড় হয়ে
ভালো লাগে না আর।

তখন আসে বড়বেলার খেলা
শয়তানি খেলা – লোক ঠকানোর খেলা
কিংবা সব চেয়ে চেনা সেই
শরীরী খেলা।

জয়ী হয় কেউ
যায় কেউ হেরে -
মুখের হাসি কিংবা চোখের জল
অনন্তে যায় হারিয়ে।

আছে আরও বড় এক খেলা
মরণের সাথে জীবনের -
ভালোবাসার – শপথের – সত্যের
সব খেলা হার মেনে যায়,
বয়ে চলে সময়ের বেলা।

No comments:

Post a Comment