17 November, 2014

একটা গল্প বলি



অনেক অনেক দিন আগে একটা দেশে
গড়ে উঠেছিল এক সুন্দর সভ্যতা।
সেই মানুষ গুলো বিশ্বাস করত তাঁদের রাজা
সূর্যের বংশধর আর তাই সর্বশক্তিমান !
বড় সহজ – সরল ছিল তাদের জীবন।
ঝগড়া ঝাঁটি কি হত না তাঁদের মধ্যে
তবু বড় ভালো ছিল ওঁরা।
ওদের শিল্পে ধরা পড়ত মানুষের
প্রতিদিনের কথা – ভালোবাসার কথা
ওঁরা বড় সুন্দর গান গাইত – ছবি আঁকত।

কথায় আছে না বেশী সুখ ভালো নয়
আবার দুঃখ কখনও আসে ছদ্মবেশে।
দূর সমুদ্র পার হয়ে এল তারা
সাদা ধবধবে গায়ের রঙ,
মুখের হাসিটাও বড় সুন্দর !
দুরন্ত গতিতে পার হয়ে গেল
ওদের মাঠ ঘাট পথ প্রান্তর -
এক অপরিচিত প্রাণীর পিঠে চেপে।
অতিথি বরণ করা ওদের নিয়ম
তাই ওঁরা বড় আদরে বরণ করে নিল তাদের।
ওরা হিংস্র জীব গুলো কে পারে নি চিনতে
ভেবেছিল – এসেছে ভালোবাসায় বদলে দিতে
এনে দিতে আরও সুন্দর এক জীবন।

ভাঙল ভুল অচিরেই
যখন দেখল -
ওদের সূর্য পুত্র রাজার মৃতদেহ পায়ে দলে
লুট করে চলে সোনা –
লুট করে চলে দেশের সম্পদ নির্বিচারে
কেউ পায় না ছাড় –
তা সে শিশু হোক কিংবা বৃদ্ধ
আর নারী –
সে তো বড় লোভনীয়
চিরকালের ভোগ্যা বীরের !
যারা অসহায় নারীর উপর অধিকার ফলায়
অস্ত্র হাতে একা বা একসাথে,
তারাই তো প্রকৃত বীর।
আজটেক সভ্যতার মানুষ গুলো আর
তাদের রাজা আতাহুয়ালপা পারেনি তাদের চিনতে
তাদের ছলনায় ভুল করেছিল
তাই মূল্য দিয়েছিল – নিষ্পিষ্ট হয়েছিল পদতলে।

কত মিল তাই না –
আজকের কত ঘটনার সাথে !
আজও আমরা পারিনা চিনতে অত্যাচারীর ছদ্মরূপ
বরণ করি ভালোবাসায়
ভাবি এরাই তো তারা, যারা আনবে পরিবর্তন।
তারপর –
তারপর প্রতিদিন রক্তাক্ত হয় আমাদের জীবন
শুদ্ধাচারী – অত্যাচারীর পদতলে।

তাদের গায়ের রঙ সেদিনও ছিল সাদা
বড় সুন্দর মুখের হাসিটাও –
তার আড়ালে লুকিয়ে ছিল রক্তমাখা এক দানবিক মুখ
মিল কি পেলাম খুঁজে –
প্রশ্ন করি নিজেকে
ভুল তো করেছি সবাই
শোধরাব না সাথী ?

No comments:

Post a Comment