22 November, 2014

দু কান কাটা দু কান কাটা
সেন বাবুকে চেনো
সেন তো আমার লক্ষ্মী ছিল
এখন শনি জেনো।

দু কান কাটা দু কান কাটা
কুণাল তোমার কে
নামটা আমি ভুলেই গেছি
যখন ফেঁসেছে।

দু কান কাটা দু কান কাটা
রজত নাম টা জানো
আমার একটা পেয়াদা ছিল
ভুল নেই কো কোন
এমন কত সেপাই – সান্ত্রী
দাঁড়ায় আমার দ্বারে।
এখন যে সে কোথায় আছে
বলব কেমন করে

দু কান কাটা দু কান কাটা
টুম্পাই কে বলো
চলতে ফিরতে দেখতে পেতাম
গায়ের রঙটা ধলো
একটা আমার কাগজ ছিল
বন্ধ হবে সেটা
এমন একটা সোনার ছেলে
পাব কোথায় বেটা।

দু কান কাটা দু কান কাটা
মিত্র কে কি জানো
মদন আমার তাজা সাথী
এটাই সবাই জানো
তাই তো ওকে লুকিয়ে রাখি
আমার নিজের ঘরে
বুক যে কাঁপে সদাই আমার
পাছে ধরা পড়ে।

No comments:

Post a Comment