24 February, 2025
খাঁটি আঁটি (আই আই টি / আই টি আই) বাবা
21 February, 2025
আর এক ২১ শে
17 February, 2025
নতুন প্রশ্ন
আমার একটাই প্রশ্ন:
এই মহাকুম্ভে বর্তমান মহাভারতের মহান চৌকিদার এবং ফকির (জানিনা চৌকিদার এবং ফকির শব্দ দুটো বেদে আছে কিনা) কেন ডুব দিলেন ?
কুম্ভে তো পাপীরা পাপ স্খালন করে পুণ্য অর্জন করতে যায় ?
একই প্রশ্ন রইল মানুষের সেবা করতে চেয়ে ভোটে জেতা সমস্ত পুণ্যাত্মা রাজনৈতিক নেতা / নেত্রীদের প্রতি |
বি দ্রঃ এরা কেউ কিন্তু পদপিষ্ট হন নি
হলে কবির লেখা শব্দ গুলো সত্য হত
"অপমানে হতে হবে তাহাদের সবার সমান "
শ্রীতোষ ১৭ / ০২ / ২০২৫
11 February, 2025
মোক্ষ
কতটা পুন্য পেতে হলে
৩০০ কিমি জ্যাম সইতে হয় ?
কতটা পুন্য পেতে হলে
ফ্লাইট খরচা ৫০০০ এর বদলে ২৫০০০ দিতে হয় ?
কতটা পাপ ধোওয়ার জন্য
সর্বত্যাগী নাগা সাধুরা
কুম্ভে করে স্নান ?
তাদেরই যদি এত পাপ
সর্বত্যাগী ফকির এর মত
তাইলে
আমি কেন করব কুম্ভে স্নান ?
পাপ ধুতে চাওয়া আমার মত
পাপীদের পায়ের তলায় মরে
মোক্ষ লাভের জন্য ?
নাগা সাধু আই আইটি বাবা
সর্বত্যাগী ফকির
এবং ভিআইপি কেউ
পাপ ধোওয়ার পথে
অথবা ফিরে আসার পথে
মোক্ষ লাগী মোক্ষ লাভী
সাধারণ মানুষের
পায়ের তলায় চাপা পরে
মোক্ষ লাভ করে না
ওদের এ জীবনেই মোক্ষ লাভ হয়ে গেছে
ওরা পেয়ে গেছে স্বর্গ সুখ
সুন্দর পোশাক - বাড়ি - গাড়ি _ না..
ওদের ওনেকেই ব্যাংক থেকে অজস্র কোটি ধার নিয়ে
ধার শোধ করে না
ওদের ধার মাপ হয়
এটাই তো মোক্ষ |
যে মানুষটা পায়ের তলায় চিপে মরে গেল
সাধারণ মানুষ
অথবা যে মোক্ষ লাভ করতে গেল না
ব্যাংক থেকে হাজার বা লাখের অংকে ধার নিয়ে
ফসল না হওয়ার জন্য ধার শোধ করতে পারল না
তার ধার ও মাপ হল না
মরে গেল |
নহে মন্ত্রী - নহে যন্ত্রী
সে প্রাণী
সে গাইছে- সে গাইছে
মোক্ষ লাভের গুণ গানই
গুণ গানই - গুণ গানই
সেই মোক্ষ লাভ করা টুরু পুণ্যাত্মা
( যে সশরীরে স্বর্গে গিয়ে
সোমরস পান করে রম্ভা আর উর্বশীর নাচ দেখছে )
লিখল
অনুলিখনে মহাদেব দেব শর্ম্মণ
10 February, 2025
রায়
কবে থেকে যেন ডি এ মামলার শুনানি সুপ্রিম কোর্টে পেন্ডিং
তারিখ পে তারিখ চলছে?
২৬,০০০ চাকরি বাতিলের শুনানি কবে যে শেষ হবে আর কবে যে রায় বার হবে কেউ জানে না?
হয়তো বা ২০৪৮ সালে শুনানি শেষ হবে আর ২৪৪৮ সালে রায় ঘোষণা হবে।
JUSTICE DELAYED BUT JUSTICE NOT DENIED.
আইনের দেবী দুচোখ বেঁধে ন্যায় বিচার করেন (কানে কালা কিনা কেউ জানে না)
আইনের মূল কথা
শত অপরাধী মুক্তি পাক কিন্তু একজন নির্দোষ যেন শাস্তি না পায়।
তাই কালিঘাটের কাকুর "কু কু" কোন সুরে বাজে
তারা - উদারা - মুদারা
আজও আইন তা জানে না।
অভয়া তো হালের কথা
কামদুনি কাণ্ডের ফাইনাল অর্ডার কেউ কি জানে?
ফাঁসি এবং মৃত্যুদন্ড দুটোই বোধ হয় হয়ে গেছে
মরিচ ঝাঁপি র ঝাঁপি খুলে বসা
বান / ধান তলা বিশেষজ্ঞরা
যারা গো+এসণা করে বার করেছিলেন
সুন্দর বনের বাঘ মানুষ খেকো হয়েছিল
সিপি এম এর মারা মরিচ ঝাঁপির মানুষ খেয়ে
আর হলদি নদীর কুমীর নিয়ে অনুপ্রাণিত
গো + এষণা চলছে অনুপ্রাণিত আর দেশভক্ত দের মধ্যে।
ঢং ঢঙা ঢঙ্গ এক বইমেলায় প্রকাশিত হবে তা।
তারা ওয়ারা এই সব তথ্য জানেন হয় তো।
সুজেটের কবর কাঁদে
নুসরত সারা জীবনের জন্য পেনশন পাবে বলে
রিজওয়ানুর নিজের জীবন দিয়ে
পরিবারের আয় নিশ্চিত করে গেছে আইনের পথে।
রিজ নিশ্চয় জান্নাতে হুরি - পরীদের সাথে আছে।
AFTER ALL আম্মা তো বিধায়ক পেনশন নিয়ে
আইনের পথে নিশ্চিন্তে বাকি জীবন কাটাচ্ছে।
বারাসাতের সেই আগুনে পোড়া মেয়েটা
এই ভাবেই পুলিশ যার লাশ জ্বালিয়ে দিয়েছিল
যার বাবা ছিল ট্যাক্সি ড্রাইভার
আইনের পথে সেও তো বিচার পেয়েছে।
জ্ঞানেশ্বরী কান্ডে যে শব সুশীল সুজন বিদ্দবট্টজন
মম্বাত্তি মিছিল করেছিলেন তাঁরা ওয়ারা নিশ্চয় জানেন
বারাসাত কাণ্ডের বিচারের রায়।
এছাড়া আরও কত রায় আছে
ব্যপম থেকে শুরু করে ব্যপক শব রায়
এটাই ন্যায় বিচার।
আমার মাথা নত এই ন্যায় বিচারের তলে।
শ্রীতোষ০৯/০২/২০২৫
শুরু ও শুরু থাকে অথবা শেষের থাকে শেষ – তা হল প্রথম এবং আর এক প্রতিশ্রুতিঃ
দেশ স্বাধীন হলে চোরাকারবারিদের নিকট তম ল্যাম্প পোস্টে ঝোলাব
হয় নিকটতম ল্যাম্প পোস্ট অমৃত বর্ষ পরেও খুঁজে পায় নি কেউ অথবা
পায় নি ঝোলাবার মত শক্ত পোক্ত কোন দড়ি কিংবা
আজও খুঁজে পাওয়া যায় নি একজনও চোরাকারবারিকে।
এবং আর এক প্রতিশ্রুতিঃ
কোন এক ডিসেম্বরের কোন এক সন্ধ্যা।
ভারত বর্ষের যত কোর্টে যত মামলা আজ পর্যন্ত জমা আছে
তার নিস্পত্তি যেদিন হয়ে যাবে
সেদিনও কি সেই শব প্রতিশ্রুতি পূর্ণ হবে?
WALKING – WALKING – WALKING
03 February, 2025
বাজারি খবর
‘মিথ্যে কথা বলে বাবাকে ম্যানহোলে নামিয়েছিলেন’! আলিমুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ মৃতের ছেলের
HEAD LINE পড়ে কি মনে হবে?
সিপিএম এর আলিমুদ্দিন
০ পাওয়া আলিমুদ্দিন
কারো বাবাকে জোর করে ম্যান হোলে নামিয়েছে
ছেলে তাই কাঁদছে।
এরপর আসুন মূল খবরে-
সে খবরে লেখা আছে
"ম্যানহোলের গভীরতা ১০ ফুটেরও বেশি। কিন্তু সাফাইকর্মীদের বলা হয়েছিল, মেরেকেটে ৬-৭ ফুট! ভিতরে যে বিষাক্ত গ্যাস থাকতে পারে, সে কথাও স্পষ্ট ভাবে জানানো হয়নি। ‘মিথ্যে’ কথা বলে, তথ্য গোপন করে ফরজেম শেখকে ম্যানহোলে নামতে বলেছিলেন ধৃত ঠিকাদার আলিমুদ্দিন শেখ। এমনটাই দাবি করলেন বানতলার চর্মনগরীর ম্যানহোলে নেমে মৃত ফরজেমের ছেলে জাহাঙ্গির শেখ। "
আলিমুদ্দিন আর আলিমুদ্দিন শেখ এক হয়ে গেল
বাজারি কাগজের সুন্দর হেড পিসে।
"এমন টি তো হয়ে ই থাকে"
সেটাই ছড়িয়ে গেল গোটা দুনিয়ায়
নারায়ণ সান্যাল পর্যন্ত লিখে ফেললেন
একটি বই
বলা হল না শেষ শব্দ গুলো
"পুলিশ তার নিজের কাজ করছে"
আবার হয়তো এক উপন্যাস লেখা হবে
শূন্য পাওয়া আলিমুদ্দিন কি করে মানুষ কে ম্যান হোলে নামায়
আরও একটা বিষয় কিন্তু মিলে গেল
বানতলা
হয়তো এবার অনিতা দেওয়ানের সাথে কোন সম্পর্ক খুঁজে পাবে
হবে এক গবেষণা
হেড লাইন এখন ও শূন্য কে বড় ভয় পায়
(ভালো কথা লেখাটা কিন্তু উড়িয়ে দিলেও থাকবে মিস্টার জুকু /মেটা আব্বা / ক্ম্যুনিটি ভগবান)
শ্রীতোষ ০৩/০২/২০২৫