30 June, 2025

প্রশ্ন

 এই মাত্র ১১১ নাম্বার ওয়ার্ড থেকে ওনার ভাইরা

দীঘার নাথ দেবের প্রসাদ দিতে এল 

রথ যাত্রা কবে ছিল যেন ?

কলেজে হাসপাতালে ধর্ষকরা

এখন

বাঙালী ঠুঁটো জগন্নাথ এর ঘবে ঘরে

সুভদ্রার ধর্ষণের পরে

প্রসাদ বিলি করছে

রেশনে নেয় নি বোধ হয়

মানুষ

চিন্তা

 চিন্তা করি 

এই জীব ... গুলো

আসলে

মানুষ

না অন্য কিছু

Answer পাই 

 ওরা আসলে

ওনার বোন আর ভাই

মানুষ

 এই মাত্র ১১১ নাম্বার ওয়ার্ড থেকে ওনার ভাইরা

দীঘার নাথ দেবের প্রসাদ দিতে এল 

রথ যাত্রা কবে ছিল যেন ?

কলেজে হাসপাতালে ধর্ষকরা

এখন

বাঙালী ঠুঁটো জগন্নাথ এর ঘবে ঘরে

সুভদ্রার ধর্ষণের পরে

প্রসাদ বিলি করছে

রেশনে নেয় নি বোধ হয়

মানুষ

মনে পড়ে?

 

ঘটনার প্রেক্ষিত দেখতে হবে!
যা হয়েছে তা হল খদ্দেরের সাথে দরাদরি।
মন্তব্য গুলো মনে পড়ে?
না পড়লে মনে পড়িয়ে দিই। সুজেট জর্ডনের ঘটনায় মহিলাদের সম্মান করা দলটির কিছু দো পেয়ে (যারা নিজেদের ওনার ভাই / বোন বলে) এই শব্দ গুলো উচ্চারণ করেছিল। তখনও এক অংশের মানুষ মোহ গ্রস্ত। ৩৪ বছরের কালো পশ্চিমবঙ্গের থেকে জন্ম নিয়েছে ভালো বিশ্ব বংগ।
অপরাধের লিগ্যালাইজেশন করার প্রচেষ্টা শুরু হল তখন। মূল অভিযুক্ত যার সঙ্গে মুম্বাইতে রাত কাটিয়েছিলেন (ওই ঘটনার পর) বলে অভিযোগ সেই নায়িকাকে এম পি করে (এখন আবার তাকে কেউ পোঁছেও না) এগিয়ে যাওয়া হল আর এক ধাপ।
তার পরের ধাপ হল মানবিক মুখ দেখানো। কি ভাবে? টাকা ছুঁড়ে মারা। প্রশাসনের ব্যর্থতা ঢাকতে, বিশেষ কিছু লোক কে বাঁচাতে ক্ষতিপূরণ নামক কিছু ছুঁড়ে মারা। চুল্লু খেয়ে মরলে এত টাকা, ধর্ষণ হলে এত টাকা, ধর্ষণ করে খুন করলে এত টাকা - রেট বেঁধে দেওয়া হল। অপরাধীর শাস্তি হবে কি না হবে সেটা বড় কথা নয় - বড় কথা হল টাকা ছুঁড়ে মারা। মানুষকে গেলানো হল দেখ কত মানবিক উনি। এর আগে কোন মুখ্যমন্ত্রী (মনে রাখবেন পশ্চিমবঙ্গের থেকে বিশ্ব বংগের সবচেয়ে বড় ফারাক হলঃ বিশ্ব বংগে সব কিছু একজনের অনুপ্রেরণায় হয়। সরকার কোন কিছু করে না, করে একজন। তা সেটা ল্যাম্প পোস্ট হোক বা পাবলিক টয়লেটের উদ্বোধন) এমনটা করেছে? অপরাধের লিগ্যালাইজেশনের ২য় এবং মস্ত বড় ধাপ।
এর সাথে যে নতুন সুশীল সমাজ গজিয়ে উঠেছিল তারা তখন কাড়া - নাকাড়া নিয়ে লাফিয়ে - ঝাঁপয়ে বেড়াচ্ছে (কারণ সবাই জানে) (তাদের কেউ কেউ মন্ত্রী, কেউ বা কমিটি / কমিশন সদস্য), তিনি যত বলেন এরা বলে তার সহস্র গুণ। গুন্ডা কন্ট্রোল কারিণী সততার প্রতীকের দাপটে তখন "ভয়ে প্রাণ কাঁপে / পিলে চমকে ওঠে"।
এবার ধীরে ধীরে কামদুনি হল, বারাসাত হল এবং মানুষের অভ্যাস হয়ে গেল। ধীরে ধীরে সিভিক গজাল। এরপর যা হল, তা লিখতে গেলে বই হয়ে যাবে। চাকরী চুরিতে দুর্নীতি হয়েছে, চুরি করে চাকরী নিয়েছিল, আদালতের আদেশে চাকরী গেছে - পরোয়া নেই। যাদের টাকা দিয়ে চাকরী পেয়েছ তারা তো আর ঘুষের টাকা ফেরত দেবে, মানবিক উনি পাবলিক মানি থেকে ক্ষতিপূরণ দিচ্ছেন (আবার সেই অপরাধের লিগ্যালাইজেশন)।
ফলে অভয়া নয় সুজেট যদি বিচার পেত তবে আজকের ঠুঁটো জগন্নাথ বাঙালীর বোন সুভদ্রা ওনার ভাইয়ের হাতে আইন কলেজে ধর্ষিতা হত না।
আইন কলেজে ওনার ভাইয়ের হাতে আইনের ছাত্রীর ধর্ষিতা হওয়া - বিশ্ব বংগের অপরাধের মাত্রার চরম নিদর্শন।

29 June, 2025

মানবিক চোর

 

কবিগুরু এখন হয়ত লিখতেন
"মানুষের মত চেহারা যদিও
শয়তান অতি ঘোর
মানুষের দাম করে Thik ঠাক
ওরা মানবিক চোর"
ভাবল শ্রীতোষ ২৯/০৬/২০২৫

27 June, 2025

যার গেছে তার যাক।

 

যার গেছে তার যাক।
আবার ২০,০০,০০০/- নিয়ে হাজির হবে কোন --- !এই ঘটনার প্রেক্ষিত খুঁজুন সুশীল সুজন রা। খুঁজে খুঁজে বার করুন ধর্ষিতার চরিত্রের দোষ। দেখুন ধর্ষিতা খদ্দেরদের সাথে দরাদরি করছিল কিনা।
একটা প্রশ্ন তো তুলতেই পারেন সাড়ে সাতটার সময় ধর্ষিতা কলেজে কি করছিল?
করবেন না?
ইস তাহলে আপনারা দুয়ারে জগন্নাথের প্রসাদ খান নি অথবা সুশীল সুবোধ বিলিয়ন ট্রিলিয়ন বুদ্ধি ধারী ভুদ্ধিGB নন।
কি বললেন? ঠিক শুনতে পেলাম না। আপনারা প্রতিবাদ করবেন কিন্তু সেই প্রতিবাদে রাজনীতি থাকবে না। অবশ্যই, কিছু অরাজনৈতিক মানুষ এবং তাদের অনুপ্রেরণাদায়িনী, গুন্ডা কন্ট্রোল কারিণী নেত্রী একটা সরকার চালাচ্ছে, সেই সসরকারের আমলে, সেই সরকারের বিরুদ্ধে কোন প্রতিবাদ রাজনৈতিক প্রতিবাদ হতে পারে কি?
কোন কিছুতে রাজনীতি নয়, একমাত্র স্কুলে অরাজনৈতিক সরকারের দেওয়া দানে (যে দানের পয়সা আসে সাধারণ মানুষের করের টাকা থেকে অথবা বাজার থেকে ধার নিয়ে) এক জন অরাজনৈতিক (!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!) নেত্রীর লেখা ১৯ টা বই ছাত্র ছাত্রী পড়বে!!!!!!!!!!!!!! সেটাও রাজনীতি নয় কিন্তু।
অতএব বিষ থুড়ি বিশ্ব বঙ্গে গণ তন্ত্রের জয়োল্লাসে তামান্নাদের শরীর ছিন্ন ভিন্ন হোক, মেডিক্যাল কলেজে অথবা ল কলেজে (এরপর দেখব সাধারণ কলেজেও) অভয়াদের ছিঁড়ে খুঁড়ে খাক দামালের দল, "পুলিস্ কে বোম মারুন" খ্যাত তিহার জেল ফেরত টা (অরাজনৈতিক নেত্রীর অসাধারণ আইন জ্ঞানে অভিযুক্ত নয় কিন্তু) পুলিশের মা - বউকে বিছানায় তুলতে চেয়ে আরামে থাকুক
জেন গণ দিঘার নাথের প্রসাদ খেয়ে আরামে ঘুমাক।
যার গেছে তার যাক / আছে তো কুড়ি লাখ / ২০,০০,০০০/-!!!!

26 June, 2025

নব্য রথযাত্রা -

 কাল ব্যারিকেডে রথের রশি থাকবে

গণতন্ত্রের জয়োল্লাসের রশি

প্রতিটি টানে শুনব তামান্নার

শেষ মুহূর্তের আর্তনাদ

আর

২০,০০, ooo টাকার ঝনঝনানি |


রেশন দোকান থেকে পাওয়া

সরকারী  জগন্নাথের প্রসাদ খেতে খেতে

সুশীল - সুজন সব

মোম্বাত্তি হাতে

পায়ে মাথায়

সারা শরীরে গুঁজে

চটি শয্যায়

স্বপ্ন দেখতে দেখতে বলবে

রিজের সময় ছিল

আমাদের বিপ্লব

এখন আমরা করি

অনুপ্রেরণায় ঘেউ ঘেউ ।


দীঘার আসল জগন্নাথ

কাল গণতান্ত্রিক উল্লাসে পথ হাঁটবে

পথ হাঁটবে তার হাত ধরে

যে সরকারি স্কুলে নিজের বই 

বিক্রি করে |

শ্রীতোষ

23 June, 2025

ক্ষতি পূরণ

 বিশ্ব বঙ্গে চুল্লু খেয়ে মরলে

ক্ষতিপূরণ আছে

ধর্ষিতা হলে ক্ষতিপূরণ আছে

জোচ্চরে পয়সা খেয়ে নিলে

(একটু বেশী বেশী সিগারেট খাওয়ার পর )

ক্ষতিপূরণ আছে |

সাধারণ মানুষের করের পয়সা দিয়ে

আমি ক্ষতিপূরণ দিচ্ছি বলে

ক্ষতিপূরণ আছে |


দিয়ে দিন ক্ষতিপূরণ

ভোটে জেতার আনন্দে

ওই বাচ্চাটার ছিন্ন বিচ্ছিন্ন শরীরের

প্রতিটি অংশের ক্ষতি পূরণ !

চেক টায় প্রতিটি অংকের পাশে যেন লেখা

হয়

সন্তান কোথায় - ঘেউ ঘেউ

লিখতে ভুলবেন না কিন্তু

এই লেখাটা - ওই চেকটা

আপনাকে নোবেল এনে দেবে |

শ্রীতোষ

what is in my mind

 what's in my mind 

যখন ফেসবুক খুলি জিজ্ঞাসা করে META

What's in your mind 

যদি সঠিক উত্তর দিই

If any one give the correct answer 

সে ব্লক হয়ে যায়

he / she BLOCKED

THAT's THE COMMUNITY RULE

সেটাই হল মুখবই এর সম্প্রদায় মানার নিয়ম !

এই পোস্ট ও ব্লক হবে

কারণ এই পোস্ট

প্রশ্ন তুলছে 

সঠিক উত্তর দিলে কেন ?

ঘেউ ঘেউ

 

একটা ছিন্ন বিচ্ছিন্ন দেহ
গণতান্ত্রিক আনন্দ উদযাপনের পরিচয়
কি দোষ ছিল বাচ্চাটার?
জানি উত্তর পাব না
বড় বড় বুদ্ধি জীবীরা 
পুঁথি পত্র খুলে JUSTIFY করার জন্য
GB GB বুদ্ধি খরচ করে চলবেন।
অনুপ্রাণিত সরকার মানুষের দেওয়া 
করের পয়সা খরচা করে
কয়েক পয়সা ক্ষতি পূরণ ছুঁড়ে দেবে।

ফেসবুক পন্ডিত রা কেউ কেউ
বাচ্চাটার জাত ও দেখবে
একটা _ _ মরেছে
বেঁচে থাকলে সন্ত্রাসী হত
ভাবার মত লোকের অভাব নেই
আজ এই সোশ্যাল মিডিয়াতে |

শ্রীতোষ জিজ্ঞাসা করছে
মায়ের কোলে বাচ্চা টাকে ফিরিয়ে দিতে পারবে
সব মৃত্যু কে টাকা দিয়ে কেনা এই সরকার?

ধ্যত্‌ তেরিকা 
জানা প্রশ্নের উত্তর জিজ্ঞাসা করে নাকি কেউ
যদি করে - তাহলে উত্তর
সন্তান কোথায় - ঘেউ ঘেউ।
মাইরি বলছি - বেঁচে গেছি
এই সততার প্রতীক - উন্নয়ন আর
আর অচ্ছে দিনের সময়ে
আমার কোন সন্তান নেই |
আছে শুধু তীব্র ঘৃণা
শ্রীতোষ বলছে
মা তোর জীবন ফিরিয়ে দিতে পারব না
তোর হত্যাকারীদের প্রতি 
যারা নিশ্চুপ থাকবে
যারা অন্য ঘটনা দিয়ে
তোর মৃত্যুকে JUSTIFY করবে 
যারা ক্ষতি পূরণ দেবে
তাদের প্রতি রইল
এক না হওয়া বাবার
তীব্র ঘৃণা |
২৩/০৬/২০২৫

19 June, 2025

খিদে

যুদ্ধ চলছে গোটা পৃথিবীতে
খবরের কাগজ
সোশ্যাল মিডিয়া খুললেই
দেখা যায়
যুদ্ধ চলছে
এবং 
মানুষ মরছে ।

আজকের সময়ে এটা খুব স্বাভাবিক খবর।

একটা যুদ্ধের খবর হারিয়ে গেছে
মানুষের মুখে খাবার তুলে দেওয়ার যুদ্ধ
সেই যুদ্ধ লড়ছে কিছু মানুষ
তাদের খবর আসে না
অস্বাভাবিক খবর তো
বলল
শ্রীতোষ
লেখাটা শেষ হয়ে গেল কারণ
ক্ষিদে পেয়েছিল ।
তবু আরও বলি
ক্ষিদের যুদ্ধের খবর কে কবরে পাঠানোর জন্য
আর ও টাটকা তাজা খবর আছে তো
ধর্মের জন্য যুদ্ধ
যেমন রাস্তায় তুলসী গাছ পোঁতা
কিংবা আগামী ভোটে মতুয়া রা কি করবে ?
মুচমুচে - অনুপ্রাণিত - অচ্ছে - সততার খবর !
শ্রীতোষ ১৯ /০৬/২০২৫