03 October, 2024

খোঁজ

 দিনের শেষে
প্রথমটা যদি শিল্প হয়ে থাকে তাহলে দ্বিতীয়টাও শিল্প।

একটা কিনেছে জেলে যাওয়া একটা দোপেয়ে জীব

 অন্যটা নিয়ে বিদ্রূপ করে তার চেয়েও কিছু জীব

ওরা অসহায়

প্রতিদিন না থাকা

 শিরদাঁড়া খুঁজে যায়।



 

আর্তনাদ আঘাত হানছে মানুষের চেতনায়

একটার মুল্য অর্থে
অন্যের মুল্য কান্নায়।

একটাকে মিডিয়া বিক্রি করে
অন্যটাকে করে বিদ্রূপ ।

একটাকে দেখে মানুষ হাসে
অন্যটার জন্য মানুষ কাঁদে
বিক্রি হওয়া বিকৃত মানুষ গুলো
কান্না দেখে হাসে
আর হাসি টাকে শিল্প বলে।

শ্রীতোষ ০৩/১০/২০২৪

No comments:

Post a Comment