09 October, 2024

মায়ের চোখে ভোর হবে

 

আর জি কর - জয় নগর - যাত্রা গাছি - পার্ক স্ট্রীট। সব ছোট ছোট ভুল। প্রতিটি মেয়ের (হ্যাঁ জয়নগরের ৯ বছরের মেয়েটিরও) চরিত্রের এবং পোশাকের দোষ ছিল। মোষ অসুর এবং পোষা পাখি ফন্দিবাজ রা এ কথাই / এই ধরনের কথাই বলবে।
পরিবর্তন চাওয়া সরীসৃপ গুলো শীতের মধ্যরাতের ঘুমে ঘুমিয়ে। মাঝে মাঝে কোন কোনটা প্রভুর খোঁচা খেয়ে ফোঁস ফোঁস করছে।
ডাকিনী - যোগিনীরা মানুষের চামড়া দিয়ে তৈরি নরকের দামামার আওয়াজে পথে পথে নতুন নতুন বলি খুঁজছে। বলির উৎসব -
রাত আরও বেশী কালো - ঘন কালো হচ্ছে।
সেই অন্ধকার ভেদ করে দেখা যাচ্ছে মশালের আলো
শোনা যাচ্ছে দমিয়ে রাখা মানুষের চিৎকার
আমরা বিচার চাই - বিচার চাই আমরা।
ধীরে ধীরে মশালের আলোর লাল ছড়িয়ে যাবে দিক দিগন্তে
মশালের আগুনে জ্বলে উঠবে নতুন সূর্য,
রাত ভোর হবে।
আমরা এখন সেই তীব্র অন্ধকারের পথে চলা
মশাল জ্বালানো একা এক প্রমিথিয়াস
আমরা জানি এ মশাল অজস্র মশাল হয়ে
পুড়িয়ে ছাই করে দেবে সে শকুনিকে
যে শকুনি মায়ের সামনে মেয়ের শবের
উৎসবে উঠেছে মেতে।
মায়ের চোখে তখন ভোর হবে।

No comments:

Post a Comment