প্যাটিস বিক্রেতা এক গরীব মানুষ
তাকে মেরেছে ৩ টে গরীব মানুষ
যারা ওই মারা সমর্থন করছে
তাদের বেশীর ভাগ ও গরীব মানুষ।
মেরেছে যারা তারা ওই গরীব মানুষ টার
যারা মঞ্চে ছিল
যারা এদের উস্কাচ্ছে
তারা ও গরীব মানুষ
ক্ষমতা চাওয়া গরীব মানুষ।
এদের উস্কানি তে
একে অন্যকে মেরে চলা গরীব মানুষ গুলো
বুঝতে ভুলে যায়
কে তার আসল বন্ধু - কেই বা শত্রু।
মঞ্চে থাকা মানুষ গুলো নাচায়
কারণ
ওদের ক্ষমতায় আসার জন্য
বেঁচে থাকার জন্য - সবচেয়ে প্রিয়
লক্ষ কণ্ঠে গীতা - কোটি কণ্ঠে কোরান
দীঘায় জগন্নাথ - বেলডাঙায় বাবরি
এবং ওদের কাছে
"সবচেয়ে ভালো খেতে গরীবের রক্ত"
" - " কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর।
শ্রীতোষ ১২/১২/২০২৫