12 December, 2025

মরে গরীব মানুষ

 

প্যাটিস বিক্রেতা এক গরীব মানুষ
তাকে মেরেছে ৩ টে গরীব মানুষ
যারা ওই মারা সমর্থন করছে
তাদের বেশীর ভাগ ও গরীব মানুষ।
মেরেছে যারা তারা ওই গরীব মানুষ টার
অর্থনৈতিক বন্ধু।
যারা মঞ্চে ছিল
যারা এদের উস্কাচ্ছে
তারা ও গরীব মানুষ
ক্ষমতা চাওয়া গরীব মানুষ।
এদের উস্কানি তে
একে অন্যকে মেরে চলা গরীব মানুষ গুলো
বুঝতে ভুলে যায়
কে তার আসল বন্ধু - কেই বা শত্রু।
মঞ্চে থাকা মানুষ গুলো নাচায়
কারণ
ওদের ক্ষমতায় আসার জন্য
বেঁচে থাকার জন্য - সবচেয়ে প্রিয়
লক্ষ কণ্ঠে গীতা - কোটি কণ্ঠে কোরান
দীঘায় জগন্নাথ - বেলডাঙায় বাবরি
এবং ওদের কাছে
"সবচেয়ে ভালো খেতে গরীবের রক্ত"
" - " কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর।
শ্রীতোষ ১২/১২/২০২৫

11 December, 2025

বিশ্বাস এবং সত্য

 

আমার ধর্ম, আমার কাছে
আমার সত্য আমার কাছে
আমার কাছে ধর্ম অর্থে বিশ্বাস
নিজের কাজের প্রতি।
আমার ধর্ম সবার সামনে
কোরান, জেন্দ আবেস্তা, গুরু গ্রন্থ সাহেব
বাইবেল জাতীয় ধর্ম গ্রন্থ পাঠ করা নয়।
আমার ধর্ম মানুষের বিপদে
মানুষের পাশে দাঁড়ানো।
গুরু নানক - যিশু - গৌতম বুদ্ধ - মহম্মদ
মহাবীর - জরথ্রুস্ট - চৈতন্য
সব ধর্ম গুরুর ইতিহাস বলছে
এঁরা প্রত্যেকে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছিলেন।
ভারতীয় দর্শনে (তথাকথিত হিন্দু ধর্মে নয়) ও সেই ইতিহাস আছে
আছে মৈত্রেয়ীর বক্তব্যে
চার্বাক এবং শঙ্কর ভাষ্যে
আছে কালিদাসের লেখায়।
ওদের জানতে মানা - পড়তে মানা
যারা পড়াশোনা করে লেখে তাদের
ওরা ভয় পায়।
তাই ওরা মাকু বলে
অথচ ওরা এটাও জানে না
মাকু না থাকলে ওরা
ওদের পুজ্য গো মাতার মত
সবার সামনে ঘুরে বেড়াত।
কেন ?
এটা জানলে তো
ওরা দু দল মানুষ হত।
তাহলে কি হত?
যা হত তা হত
আপাতত একটা চিন্তা করুক ওরাই
এখন বলছি
রক্তের বিশুদ্ধতা বজায় রাখার জন্য
রক্ত জিহাদ রোখার জন্য
একটা শুদ্ধ শাহি সনাতনী হিন্দু ব্লাড ব্যাংক
এবং
ওদের ই মত ঘৃণার চাষ করা
পীর এবং পাক মুসলিম দের জন্য
একটা Bank Al-Dam করা হোক
শ্রীতোষ ১১/১২/২০২৫

10 December, 2025

রক্তদান

 

সনাতনীর রক্ত সনাতনী কে দেবে
বামুন দেবে বামুন কে
মুসলমান এর রক্ত নিলে
যাবেই যাবে নরকে ।
এটা এখন সনাতনী দের জীবন গীতি

আমি মানুষ হতে চেয়েছি

 

আমি ব্রাহ্মণ হতে পারি নি
না হতে পেরেছি সৈয়দ
আমি হতে পারি নি ব্রহ্মজ্ঞানী
না হতে পেরেছি হাজি।
যারা ঘৃণার চাষ করেন সোশ্যাল মিডিয়ায়
উস্কানি দেন
তারা সকলেই হয়তো ব্রহ্মজ্ঞানী
অথবা হাজি!
এঁরা সকলেই গীতার সব মন্ত্র
কোরানের সব হাদিস
মুখস্থ করে
এবং অর্থ জেনে বাস্তব জীবনে
প্রয়োগ করেন।
গুণীজন সব।
এঁরা সকলেই আক্রমণ করেন একাকী মানুষকে
একা নয়
সঙ্ঘ বদ্ধ ভাবে।
এই শিক্ষা দেয়
এদের দ্বীন এদের ধর্ম।
বাদ থাকবে না যীশু পুজাঋ দের কথা
ক্রুসেড ইতিহাসে লেখা আছে।
কালকে যারা প্যাটিস বিক্রি করাদের
সংখ্যাগরিষ্ঠের ধর্ম মেনে পিটিয়েছিল
তারাই হয় তো ব্রাহ্মণ দের কাছে হীন বলে
সমাজের কাছে অচ্ছুত।
সেই আক্ষেপ এর প্রতিফলন
একা এক মানুষের প্রতি।
আদালত এদের কি শাস্তি দেবে জানি না
জানতে চাই ও না,
মানুষ তো এদের শাস্তি দিতে পারবে না
কারণ মানুষ শাস্তি দিতে চাইলে
সব আইনের উপরে উঠে
মানুষকে একটা কাজ করতে হবে।
আমার রক্ত হিন্দুর রক্ত
আমার রক্ত মুসলমানের রক্ত।
এই রক্তে অন্য দ্বীন বা ধর্মের কোন অধিকার নেই।
এই কথাটা বলতে হবে।
মান এবং হুঁশ থাকা তো এটা বলতে পারবে না
পারে ও না।
যারা হিন্দু – মুসলমানের চাষ করে
তারা কি বলতে পারে?
প্রশ্ন করছে
শ্রীতোষ ১০/১২/২০২৫