05 November, 2017

বঙ্গীয় সুশীল সুজনদের প্রতি

নন্দনটা হারিয়ে গেছে
অ্যাকাডেমিটা কালীঘাটে,
মোমবাতি সব বিকিয়ে গেছে
রতন - ভূষণের খোলা হাটে।
পা গুলোতে শেকল পরা
চোখ গুলো তাই বন্ধ,
বিবেক আজি ঘুমিয়ে যে তাই
মুখ বলে না মন্দ।
মরুক রোগে মানুষ গুলো
ধর্ষিতা হোক মেয়েরা,
আমরা আছি পরম সুখে
ডিলিট দিদির পেয়ারা!
শ্রীতোষ (সুশীল সুজন না হওয়ার আনন্দে) ০৫/১১/২০১৭

No comments:

Post a Comment