রাষ্ট্রীয় বিশেষ জ্ঞাপন (বিজ্ঞাপন) এবং ২০১৪ র পর থেকে সোশ্যাল মিডিয়ায় গজিয়ে ওঠা সনাতন্বী হিন্দু ধর্ম মতে মহা কুম্ভে ডুবকি মারলে (ওয়াটার প্রুফ ড্রেস পরে মারলেও) মহা মোক্ষ লাভ হয় মানে পাপ “বাপ বাপ” বলে পালায়।
এবার কথা হল, ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো (বুড়ো নয়) হিসাব অনুসারে ৩১ শে ডিসেম্বর ২০২২ এ ভারতে মোট ৫,৭৩,২২০ জন জেল বন্দী আছে। এর মধ্যে ২৪ দশমিক ২ % মানে ১,৩৮, ৭১৯ জন হল সাজা প্রাপ্ত অপরাধী মানে কনভিক্টেড। বাকি ৪,৩৪,৫০১ জন (৭৫ দশমিক৮%) হল যাদের বিচার চলছে (আন্ডার ট্রায়াল)। এই আণ্ডার ট্রায়াল দের ৬৭% অর্থাৎ ২,৯১,১১৬ জন এবং কনভিক্টদের ৭৫ দশমিক ৭% মানে ১,০৫,০১১ হল হিন্দু। এই তথ্য থেকে দেখা যাচ্ছে মোট জেল বন্দীদের মধ্যে সর্বমোট ৩,৯৬,১২৭ জন হিন্দু। তবে এদের মধ্যে কতজন সনাতন আর কতজন অ সনাতন এই হিসাব ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো দিতে না পারলেও এটা জানিয়েছে যে বর্তমানে ভারতে জেল পিছু ১৩১ দশমিক ৪% বন্দী আছে।
তাহলে রাষ্ট্র যদি একটু দায়িত্ব নিত তাহলে এই ৩,৯৬,১২৭ জন কে কুম্ভে ডুবকি মারিয়ে পাপ মুক্ত করে দিলে সরকারের কত পয়সা সাশ্রয় হত বলুন তো ? জেলেও ভিড় কমে যেত। এবার যদি ধরেই নিই এই ৩,৯৬,১২৭ জনের মধ্যে ৫০% ই মাকু – সেকু (মানে সনাতন্বী নয়) তাহলে ও ১,৪৮,০০০+ মানুষের পাপ মুক্তি ঘটত। আগামী ১৪৪ বছর পরে এরা কি বেঁচে থাকবে?
এর মধ্যে কিন্তু জামিন পেয়েছে যারা (মানে ভবিষ্যতে জেলে যেতে হতেও পারে) যেমন সারদা, নারদা, চাকরি, গরু, কয়লা ইত্যাদি কেসে জামিন পাওয়ারা নেই।
তাহলে ভাবুন তো রাষ্ট্রের কত অর্থ অপচয় হচ্ছে। এদের ভি আই পি বিমানে করে তুলে নিয়ে বিমান শুদ্ধ একটা ডুবকি মারালেই কত সাশ্রয় হত। আরে বাবা, টাকা তো আমাদের ট্যাক্স পেয়ারদের। একবারের কষ্ট - আগামীর সাশ্রয়।
সব চেয়ে বড় কথা, এই স্বনাতনী হিন্দুদের পাপ মুক্তির কথা কেউ ভাবল না।
আচ্ছা ক বছর পরে আবার ২৫ / ৫০ / ৭৫ / ১০০ (সব %) কুম্ভ? এখন থেকেই দাবী রাখলাম, ওই আগামী কুম্ভের পরে ভারতের জেলে যেন এক পিস ও সনাতন্বী হিন্দু না থাকে।
02 March, 2025
সময়ের দাবী
Subscribe to:
Posts (Atom)