28 December, 2024

বিস্ময়

 

প্রাইম টিভি তে একটুস খানি সিংহম এগেন এর শেষ দিক দেখছিলাম
আর জি কর কাণ্ডে রাজ্য পুলিশ এবং সি বি আই তদন্তের অসাধারণ মিল খুঁজে পেলাম - মিল খুঁজে পেলাম সারদা এবং নারদা কেসের সিবি আই তদন্তের ও। মিল খুঁজে পেলাম দুর্নীতিকে প্রশ্রয় না দেওয়া _____
এতখানি নীরব থেকে এত সৎ হওয়া যায়
দেখিয়া মানুষের লাগে বিপুল বিস্ময়
আপাতত আরও বেশী করেই সিগারেট খেয়ে চলব।

25 December, 2024

শব্দহীনতা

 

SOCIAL MEDIA অর্থাৎ কিনা সামাজিক মাধ্যম।
এই সামাজিক মাধ্যমে মানুষ (মান এবং হুঁশ থাকা মানুষ) নিজের মনের ভাব প্রকাশ করে।
সত্যিই কি তাই - সত্যিই কি প্রতিটি মানুষ (মান এবং হুঁশ থাকা মানুষ) নিজের মনের ভাব প্রকাশ করতে পারে?
সত্যিই কি তার স্বাধীনতা আছে?
প্রতিটি ক্ষেত্রে-
মান এবং" হুঁশ মানে কোন কিছু ধবংস করা নয়
অতীতের থেকে শিক্ষা নিয়ে
বর্তমানে দাঁড়িয়ে
ভবিষৎ গড়ে তোলা।
আছে কি বর্তমান সমাজে সেই স্বাধীনতা?
আমি তো দেখছি স্বাধীনতার উচ্চকিত আওয়াজে
শব্দহীনতা