09 October, 2024

মায়ের চোখে ভোর হবে

 

আর জি কর - জয় নগর - যাত্রা গাছি - পার্ক স্ট্রীট। সব ছোট ছোট ভুল। প্রতিটি মেয়ের (হ্যাঁ জয়নগরের ৯ বছরের মেয়েটিরও) চরিত্রের এবং পোশাকের দোষ ছিল। মোষ অসুর এবং পোষা পাখি ফন্দিবাজ রা এ কথাই / এই ধরনের কথাই বলবে।
পরিবর্তন চাওয়া সরীসৃপ গুলো শীতের মধ্যরাতের ঘুমে ঘুমিয়ে। মাঝে মাঝে কোন কোনটা প্রভুর খোঁচা খেয়ে ফোঁস ফোঁস করছে।
ডাকিনী - যোগিনীরা মানুষের চামড়া দিয়ে তৈরি নরকের দামামার আওয়াজে পথে পথে নতুন নতুন বলি খুঁজছে। বলির উৎসব -
রাত আরও বেশী কালো - ঘন কালো হচ্ছে।
সেই অন্ধকার ভেদ করে দেখা যাচ্ছে মশালের আলো
শোনা যাচ্ছে দমিয়ে রাখা মানুষের চিৎকার
আমরা বিচার চাই - বিচার চাই আমরা।
ধীরে ধীরে মশালের আলোর লাল ছড়িয়ে যাবে দিক দিগন্তে
মশালের আগুনে জ্বলে উঠবে নতুন সূর্য,
রাত ভোর হবে।
আমরা এখন সেই তীব্র অন্ধকারের পথে চলা
মশাল জ্বালানো একা এক প্রমিথিয়াস
আমরা জানি এ মশাল অজস্র মশাল হয়ে
পুড়িয়ে ছাই করে দেবে সে শকুনিকে
যে শকুনি মায়ের সামনে মেয়ের শবের
উৎসবে উঠেছে মেতে।
মায়ের চোখে তখন ভোর হবে।

বিচার চাই

 

আর জি কর
জয়নগর
পটাশপুর
পার্ক স্ট্রীট থানা
উৎসবের তালিকা দীর্ঘ হচ্ছে।
প্রতিটি উৎসব বিচার চাইছে।
বিচার চায় আর জি কর
বিচার চাইছে জয় নগর
চাইছে বিচার পটাশ পুর
পার্ক স্ট্রীট ও তুলবে স্বর
বিচার চাই - বিচার কর
মানুষ এবার বিচার কর।
প্রতিটি মণ্ডপে উঠুক স্বর,
ঢাকের বলে বাজুক স্বর
মানুষ এবার চাইছে বিচার
বিচার চাই - বিচার কর।।
শ্রীতোষ ০৭/১০/২০২৪

কে জাগে

 

কে জাগে
জাগে সেই মেয়ের মা
যার মেয়ে উৎসবের আগে
হারিয়ে গিয়েছে
হিংস্র নখরাঘাতে |
উৎসবের প্রতিটি রাতে
ডাকে আয় আমার বুকে
সন্তানকে বুকে না পেয়ে
নির্ঘুম রাত জাগে |
আর জাগে যারা সেই মা-বাবাকে
ঘুমিয়ে পড়তে বাধ্য করে
কামদুনি থেকে বারাসাত হয়ে
আজকের সময়ে
মানুষ আর অমানুষ রাত জাগে |
আমি তো আছি মানুষের সাথে
তুমি কার সাথে ?
মনোজদের অদ্ভূত বাড়ি
উৎসবানন্দে মাথায় মারবে বাড়ি
তবুও এই শব্দ গুলো লিখলাম |
শ্রীতোষ

কুমারী পুজো

 

বেলুড় মঠে কুমারী পুজো হবে
প্রতি বছরের মত
সেই কুমারী কি প্রশ্ন করবে
ওই ৯ বছরের মেয়েটা কি
আমি ছিলাম না?
যারা আমাকে পুজো করছ
তারা যদি আমাকে রক্ষা না করতে পারো
কেন আমার পুজো কর?
তোমরা সংসার থেকে সরে গিয়ে
সংসার ভোলার চেষ্টা কর।
একটা বিশেষ দিনে আমার পুজো করে
তোমরা আসলে কি কর?
৯ বছরের আমি ছিন্ন বিচ্ছিন্ন শরীরে
মর্গে আছি শুয়ে
পারবে আমার পুজো করতে?
অথবা চিন্তায় তোমাদের জমেছে পুঁজ
তোমরা কুমারী পুজো কর।
শ্রীতোষ লিখল
যদি একবারও হিম্মত করে
ওরা নবমী র নামে কুমারী পুজো করতে পারে
০৯/১০/২০২৪

পুলিশ

 

পুলিশ
পার্ক স্ট্রিট থানার কথা
মনে রাখিস
প্রতাপের প্রতাপে
লুকিয়ে পড়েছিল যারা
তোমাদেরই সহকর্মী তারা
তাঁদের বেদনা কি করে ভুলিস?
পুলিশ -
দিনের শেষে তুই এক বাবা -
এক স্বামী - এক সন্তান হয়ে তো
বাড়িতে ফিরিস।
আয়নার সামনে নিজের মুখটা
তুই কি দেখিস?
দেখিস কি
তোর মা - স্ত্রী - সন্তানের চোখে
ওদের চোখে চোখ রেখে।
দিনের পারে ডিউটি শেষে
দিনের শুরুতে ডিউটির আগে
তাকাতে পারিস?
পুলিশ ওরে পুলিশ!
শ্রীতোষ ০৯/১১/২০২৪

08 October, 2024

আত্মোপলব্ধি

 

ওরা একদিন শ্যামাপদ ঘড়াই কে
কম্পালসারি ওয়েটিং এ পাঠিয়েছিল
সেদিন আমরা ডাক্তার রা কিচ্ছু বলি নি
কারণ আমরা তো কেউ
BANGUR INSTITUTE OF NEUROLOGY তে ছিলাম না।
ওরা সত্যি কথা বলার জন্য
অরুণাচল দত্ত চৌধুরী কে সাসপেন্ড করেছিল
তখনও ডাক্তার সব চুপ চাপ ছিলাম
কারণ কে জানে।
একটা বিখ্যাত (!!) ডাক্তার কুকুরের ডায়ালিসিস
করাতে চেয়েছিল সুপার স্পেশালিটি হাসপাতালে
সেদিনও আমরা একটাও কথা বলি নি
কারণ আমরা ছিলাম নিরাপদ।
আজকে যখন ওরা আমাদের উপর আঘাত হানল
নেইমুল্যারের কবিতা মেনে
আমাদের একা হওয়া উচিত ছিল।
নেইমুল্যার আজ অন্য কবিতা লিখছেন
মানুষের সাথে
আজকে যখন আমাদের উপর নেমেছে আক্রমণ
মানুষ বলছে
নেইমুল্যার আজ বলছেন
তোমরা সেদিন অন্যের পাশে ছিলে না
সেটা তোমাদের ভুল।
আজকের মানুষ - মানুষ হয়ে তোমাদের পাশে আছে
আজকে কলকাতার রাস্তায় পিট বগ সেনাদল পথ চলছে।
শ্রীতোষ ০৮/১০/২০২৪

03 October, 2024

খোঁজ

 দিনের শেষে
প্রথমটা যদি শিল্প হয়ে থাকে তাহলে দ্বিতীয়টাও শিল্প।

একটা কিনেছে জেলে যাওয়া একটা দোপেয়ে জীব

 অন্যটা নিয়ে বিদ্রূপ করে তার চেয়েও কিছু জীব

ওরা অসহায়

প্রতিদিন না থাকা

 শিরদাঁড়া খুঁজে যায়।



 

আর্তনাদ আঘাত হানছে মানুষের চেতনায়

একটার মুল্য অর্থে
অন্যের মুল্য কান্নায়।

একটাকে মিডিয়া বিক্রি করে
অন্যটাকে করে বিদ্রূপ ।

একটাকে দেখে মানুষ হাসে
অন্যটার জন্য মানুষ কাঁদে
বিক্রি হওয়া বিকৃত মানুষ গুলো
কান্না দেখে হাসে
আর হাসি টাকে শিল্প বলে।

শ্রীতোষ ০৩/১০/২০২৪