11 December, 2025

বিশ্বাস এবং সত্য

 

আমার ধর্ম, আমার কাছে
আমার সত্য আমার কাছে
আমার কাছে ধর্ম অর্থে বিশ্বাস
নিজের কাজের প্রতি।
আমার ধর্ম সবার সামনে
কোরান, জেন্দ আবেস্তা, গুরু গ্রন্থ সাহেব
বাইবেল জাতীয় ধর্ম গ্রন্থ পাঠ করা নয়।
আমার ধর্ম মানুষের বিপদে
মানুষের পাশে দাঁড়ানো।
গুরু নানক - যিশু - গৌতম বুদ্ধ - মহম্মদ
মহাবীর - জরথ্রুস্ট - চৈতন্য
সব ধর্ম গুরুর ইতিহাস বলছে
এঁরা প্রত্যেকে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছিলেন।
ভারতীয় দর্শনে (তথাকথিত হিন্দু ধর্মে নয়) ও সেই ইতিহাস আছে
আছে মৈত্রেয়ীর বক্তব্যে
চার্বাক এবং শঙ্কর ভাষ্যে
আছে কালিদাসের লেখায়।
ওদের জানতে মানা - পড়তে মানা
যারা পড়াশোনা করে লেখে তাদের
ওরা ভয় পায়।
তাই ওরা মাকু বলে
অথচ ওরা এটাও জানে না
মাকু না থাকলে ওরা
ওদের পুজ্য গো মাতার মত
সবার সামনে ঘুরে বেড়াত।
কেন ?
এটা জানলে তো
ওরা দু দল মানুষ হত।
তাহলে কি হত?
যা হত তা হত
আপাতত একটা চিন্তা করুক ওরাই
এখন বলছি
রক্তের বিশুদ্ধতা বজায় রাখার জন্য
রক্ত জিহাদ রোখার জন্য
একটা শুদ্ধ শাহি সনাতনী হিন্দু ব্লাড ব্যাংক
এবং
ওদের ই মত ঘৃণার চাষ করা
পীর এবং পাক মুসলিম দের জন্য
একটা Bank Al-Dam করা হোক
শ্রীতোষ ১১/১২/২০২৫

10 December, 2025

রক্তদান

 

সনাতনীর রক্ত সনাতনী কে দেবে
বামুন দেবে বামুন কে
মুসলমান এর রক্ত নিলে
যাবেই যাবে নরকে ।
এটা এখন সনাতনী দের জীবন গীতি

আমি মানুষ হতে চেয়েছি

 

আমি ব্রাহ্মণ হতে পারি নি
না হতে পেরেছি সৈয়দ
আমি হতে পারি নি ব্রহ্মজ্ঞানী
না হতে পেরেছি হাজি।
যারা ঘৃণার চাষ করেন সোশ্যাল মিডিয়ায়
উস্কানি দেন
তারা সকলেই হয়তো ব্রহ্মজ্ঞানী
অথবা হাজি!
এঁরা সকলেই গীতার সব মন্ত্র
কোরানের সব হাদিস
মুখস্থ করে
এবং অর্থ জেনে বাস্তব জীবনে
প্রয়োগ করেন।
গুণীজন সব।
এঁরা সকলেই আক্রমণ করেন একাকী মানুষকে
একা নয়
সঙ্ঘ বদ্ধ ভাবে।
এই শিক্ষা দেয়
এদের দ্বীন এদের ধর্ম।
বাদ থাকবে না যীশু পুজাঋ দের কথা
ক্রুসেড ইতিহাসে লেখা আছে।
কালকে যারা প্যাটিস বিক্রি করাদের
সংখ্যাগরিষ্ঠের ধর্ম মেনে পিটিয়েছিল
তারাই হয় তো ব্রাহ্মণ দের কাছে হীন বলে
সমাজের কাছে অচ্ছুত।
সেই আক্ষেপ এর প্রতিফলন
একা এক মানুষের প্রতি।
আদালত এদের কি শাস্তি দেবে জানি না
জানতে চাই ও না,
মানুষ তো এদের শাস্তি দিতে পারবে না
কারণ মানুষ শাস্তি দিতে চাইলে
সব আইনের উপরে উঠে
মানুষকে একটা কাজ করতে হবে।
আমার রক্ত হিন্দুর রক্ত
আমার রক্ত মুসলমানের রক্ত।
এই রক্তে অন্য দ্বীন বা ধর্মের কোন অধিকার নেই।
এই কথাটা বলতে হবে।
মান এবং হুঁশ থাকা তো এটা বলতে পারবে না
পারে ও না।
যারা হিন্দু – মুসলমানের চাষ করে
তারা কি বলতে পারে?
প্রশ্ন করছে
শ্রীতোষ ১০/১২/২০২৫

24 November, 2025

SIR এর ষাঁড় খুঁজলাম (স্মরণীয় বাঞ্ছারামের বাগান)

 

MERY BABA ওড়ে বাবা
ওড়ে বাবা - ওরে বাবা
কত কথা - কথকতা
যত লোক মরে
সব আত্মহত্য করে
অথবা হাট্ট অ্যাটাকে
কিংবা কাজেরই চাপে।
ঘরে আর বাড়িতে কাজের লোক নাই
১৫ দিন হল আসে নাই
ওদের গায়ে গন্ধ
তবুও বাড়িতে না এলে
মা একা - আমি থাকি দূরে
কি করব ?
ওরা না থাকলে
টাকা খরচা কম হবে
ওরাই তো সব লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে যেত
এবার আমার বউ - মেয়েরা পাবে
তবুও ওরা বাড়িতে না এলে কি হবে?
একজনের নাম ৪০ জায়গায়
তিনি মুসলমান
বাবা - মা মারা গেছে
তবু নাম কাটাই নি
আমি শুদ্ধ সনাতনী হিন্দু ভীর সন্তান
অথবা
উন্নয়ন দাঁড় করিয়েছি
উনি শ্রী র অনুপেওনা জাগ্রত আমার দুয়ারে
সেটাই ভিকাশ
আসলে সব কিছুর প্রেক্ষিত জানতে এবং বুঝতে হবে।
এভাবেই চলছে স্যার
২০২৫ এর SIR.
২০০২ তেও নাকি SIR হয়েছিল
তখন কোন BLO খেতে বসে কাঁদেনি
কেউ আত্মহত্যা করেছে বলে খবর হয় নি
হাকিম পুরে কোন মেলা বসে নি।
১৯৪৭ থেকে ১৯৭১ হয়ে ২০০২ পর্যন্ত
আসলে কোন অনুপ্রবেশ ঘটেই নি।
এবার জিজ্ঞাসা করি,
DARJEELING পাহাড়ে,
কালিংপং, কার্শিয়ং, লেপচা জগত, তাকদা,
লামাহাটা সহ পুরো তরাই এলাকা জুড়ে কতজন
নেপালি, ভুটানি দেশ ছাড়ল?
তাদের সকলের নাম কি ভোটার লিস্টে আছে?
কি বলেন
জনগণ নাকি জেনগণ?
ওদের মধ্যে নেই কি কেউ চায়নার হায়না?
পশুপতি, ধুলাবাড়ি, পানিট্যংকি, জয়গাঁও কত মানুষ আছে বসে সীমান্ত পারে?
বাজারের কাছে কোন খবর নেই
কারণ বাজার চুলকানি ছড়ায়।
যদি থাকে
তাহলে জানবেন বন্ধু
আপনি ভাগ্যবান
কারণ
আপনার মত কোন বাবার হৃৎপিন্ড ছিঁড়ে
আপনার স্ত্রীর মত মত কোন মায়ের সিঁদুর মুছে
সীমান্ত হয় নি টানা।
সকলে ভালো থাকুন
শ্রীতোষ
২৪/১১/২০২৫
বিঃ দ্রঃ আমি SIR এর ষাঁড় খুঁজলাম (স্মরণীয় বাঞ্ছারামের বাগান)

09 November, 2025

শিকার

 অনুপানিত পোস্ট শ্রী র প্রচার বামপন্থীরা আর কতভাবে করবেন? অবশ্য উপায় কি আছে? একটা রাজনৈতিক দলের নীতির বিরোধিতা করা যায়। প্রতিটি রাজনৈতিক দলের নেতা থাকে। নেতা বদলায়।

নেহেরু থেকে গান্ধী (যে কোন গান্ধী), সাভারকর থেকে বাজপেয়ী হয়ে বর্তমান। হেডগেওকার থেকে ভাগবত। নেতা বদলালেও নীতি থাকে।

এখানে নেতা মানে পোস্ট একটাই এবং নীতিও এক - অনুপেওনা।

এটাই কিন্তু এক চূড়ান্ত রাজনৈতিক সাফল্য -
সমস্ত বিরোধিতা নিজের দিকে টেনে আনা - সমষ্টি কে ভাঙ্গা মাথা, ভাঙ্গা হাত ভাঙ্গা পায়ে লাথি মেরে একজন কে টার্গেট করতে বাধ্য করা এবং সেখানেই সাফল্য।

যে সমাজ নারী কে ব্যবহার করে বিজ্ঞাপনে
সেই সমাজ কে - পুরুষ তান্ত্রিক সমাজ কে ব্যবহার করে এক অসাধারণ সাফল্য।

তাই আজও একমাত্র তিনিই প্রচারের দৃষ্টি কেড়ে নিচ্ছেন।
নেগেটিভ প্রচারের ও।

প্রতিটি বিজ্ঞাপনে তারই মুখ -
সকলেই তার অনুপ্রেরণায় চলে।
দলগত ভাবে যে যাই করুক না কেন সব কিছু হয় তারই অনুপ্রেরণায় এবং
দিনের শেষে
দল নয় ব্যক্তি মুখ্য।

চিলেরা এইভাবেই শিকার করে

প্রকৃত বিরোধীরা আজ শিকার।

শ্রীতোষ ০৯/১১/২০২৫

আগামীর ভোর

 

আজ ২০২৫
মৃনাভ সুর তুমি এতদিনে অনেক বড় হয়ে গেছ।
২০০৫ সালে তোমার হাতে আঁকা একটা ছবি
আজও আমার কাছে আছে।
প্রতিদিন চোখে পড়ে কিন্তু তাকাই না।
নদীর মোহনায় তীরের এক ধারে
একলা ধানের ক্ষেতের পাশে এক ঘর
অন্য পারে দেখা দেয়
সবুজ বন
তার আড়ালে আছে মানব জীবন
সূর্য অস্ত যায়।
হারিয়ে যাওয়া সূর্যের দিকে চেয়ে
এক একলা মাঝি নৌকা বেয়ে চলে একা।
এই ছবি তুমি এঁকেছিলে এক ধ্বংসের শেষে
এক মৃত্যু মিছিলের শেষে।
যখন মন দুর্বল
যখন সকলে বলে
হেরে গেছিস তুই
তুই জিরো পেয়েছিস
তখন আমি
তোমার আঁকা একলা মাঝির ছবি দেখি
শূন্য নৌকার ছবি দেখি।
বুঝি না বলা কথা।
সূর্যাস্ত! সেই কি শেষ?
অন্ধকার সেকি অনন্ত?
অন্ধকার থেকে জাগে জীবন
এই ছবিতে তাই

আগামীর ভোর খুঁজে পাই
শ্রীতোষ ০৯/১১/২০২৫

07 November, 2025

সময়ের প্রশ্ন

 মগধ কিভাবে বৃজি দখল করেছিল?

বৃজি অথবা লিচ্ছবী ছিল পৃথিবীর ইতিহাসে প্রথম (মতান্তরে স্পার্টা) যুক্তরাজ্য । ব্রাহ্মণ্য বাদী রাজতান্ত্রিক ষোড়শ মহাজনপদের মধ্যে একমাত্র একাকী ! বৌদ্ধিক চিন্তাধারায় বিদ্রোহী ।

তাকে দখল করতে গিয়ে  মগধ কি করেছিল ?

প্রথমে অজাতশত্রু পাঠিয়েছিল 

চিন্তাশীল জীবদের

তারা দেখতে বৌদ্ধ - আচরণে বৌদ্ধ

শব্দে -  ~

তারা বলল এই লোক ভালো কিন্তু

সংঘ ভালো নয় !

২১ বছর অপেক্ষা

পরাজিত বৃজি |

এক ইতিহাস লেখা হল


সেই ইতিহাসের পথ বেয়ে

ঠিক সেই কাজ !

ইতিহাসের পুনরাবৃত্তি ঘটিয়ে

ওরা আচরণে প্রগতিশীল

শব্দে গতিশীল

ওরা শুষিল

স্বাভাবিক কে অস্বাভাবিক প্রমাণ করে

চূড়ান্ত অস্বাভাবিক কে  স্বাভাবিক প্রমাণ করার

ওরা ভগীরথ !


ওদের এখনও কি চিনতে পারছ না শ্রীতোষ ?