অফিস থেকে ফেরার সময়
নিজের কাঁধের বোঝা কে বড় হালকা মনে হয়
যখন আমি
এমন এক বাবা কে দেখি।
সারাদিন গাড়ি ছুটিয়ে যাওয়া বাবা
একটা বিশেষ দোকান খুঁজে যায়
যে দোকানে সন্তানের পছন্দের পিৎজা পাওয়া যাবে।
কাস্টমারের কাছে জানতে চায়
আপনি তো ওই রাস্তায় চলেন,
বলুন তো ওই কোম্পানির পিৎজা পাওয়া যাবে কিনা?
মায়ের ওষুধ কিনতে হবে,
সেটা তো বাড়ির সামনের ওষুধের দোকানে পাওয়া যাবে।
সন্তান নিজের পছন্দের খাবার খেতে চেয়েছে।
বাবা !
গাড়ি থামিয়ে – কাস্টমার নামিয়ে আবার গাড়ি ঘুরিয়ে নেয়
সন্তানের পছন্দের খাবার নিয়ে বাড়ি ফিরবে
বাবা !
নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে লেখা
শ্রীতোষ ১৩/০১/২০২৬
